ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

একটি ব্যাধির নাম

প্রকাশিত: ০৩:৫৭, ৯ জুন ২০১৬

একটি ব্যাধির নাম

পিন্টু চন্দ্র সরকার চাঁদাবাজি আমাদের সমাজে একটা ব্যাধির নাম। কেউ ক্ষমতার অপব্যবহার করে, আবার কেউ কৌশলে আদায় করে নিচ্ছে চাঁদা। সামনে ঈদ তাই চাঁদাবাজির পরিমাণটা কয়েকগুণ বেড়ে যাবে। অনিচ্ছাকৃতভাবে প্রতিদিনই চাঁদা দিয়ে যেতে হচ্ছে অনেককেই। দেখা গেল, কেউ একজন নিজের জায়গায় বাড়ি তৈরি করবে কিন্তু তাকে শিকার হতে হচ্ছে এলাকার ক্ষমতাধর চাঁদাবাজদের হাতে। মোটা অঙ্কের একটা অংশ তুলে দিতে হচ্ছে চাঁদাবাজদের হাতে। আর কৌশলে সহযোগিতার নাম করে চাঁদা নেয়ার মানুষদের সংখ্যাটাও কম নয়। বিভিন্ন মসজিদ, মাদ্রাসার নির্মাণ এবং উন্নয়নের কাজের কথা বলে চাঁদা তুলে নিচ্ছে অসাধু শ্রেণীর মানুষ। বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের পেট মোটা তাজা করার লক্ষ্যেই সহযোগিতার নাম করে চাঁদা তোলা হয়। এর কারণে যারা প্রকৃতভাবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের জন্য সহযোগিতা চায় তাদের ফিরে যেতে হয় নিরাশ মনে। এসব চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়াটা জরুরী হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনকে এসব ব্যাপারে এগিয়ে আসতে হবে। বিশেষ করে ঈদের সময়টাতে নিরাপত্তা জোরদার করতে হবে। যাতে চাঁদাবাজ, অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কারও ঈদের আনন্দটা যেন মাটি না হয়ে যায়! দক্ষিণ ঠাকুরপাড়া, কুমিল্লা থেকে
×