ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের রুল

রিজভীকে কেন এমআরপি দেয়া হবে না?

প্রকাশিত: ০৮:৩৪, ৮ জুন ২০১৬

রিজভীকে কেন এমআরপি দেয়া হবে না?

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিকে দেয়া স্থানীয় সরকারের বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছে আদালত। অন্যদিকে জাল টাকাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সঠিক আইনে মামলা না করায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে কারণ দর্শানোর রুল জারি করেছেন হাইকোর্ট। এদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ ও হত্যাচেষ্টা’ মামলায় আটক সাংবাদিক শফিক রেহমানের করা জামিন আবেদন খারিজ করেছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। বরখাস্তের আদেশ স্থগিত ॥ খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুজ্জামান মনিকে দেয়া স্থানীয় সরকারের বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। আদেশের ফলে মরিুজ্জামান মনির মেয়রের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানান তার আইনজীবী। একইসঙ্গে তাকে বরখাস্ত করে দেয়া আদেশ কেন বেআইনী ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক আবেদনের শুনানি করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রুল জাল টাকাসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সঠিক আইনে মামলা না করায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কারণ দর্শানোর রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে হাটহাজারী থানার তৎকালীন ওসি ও চট্টগ্রাম জেলা মামলার (তদন্তকারী) গোয়েন্দা সংস্থার কর্মকর্তা শাহাদাত হোসেন খানকে এ বিষয়ে ব্যাখা দিতে বলা হয়েছে। মঙ্গলবার এক আসামির জামিন শুনানির সময় হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আসামির জামিন নিয়ে রুল জারি করে এই আদেশ দেন। সহকারী এ্যাটর্নি জেনারেল শহিদুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান। জামিন আবেদন খারিজ ॥ প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয়কে ‘অপহরণ ও হত্যাচেষ্টা’ মামলায় আটক সাংবাদিক শফিক রেহমানের করা জামিন আবেদন খারিজ করেছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চে এই জামিন আবেদন খারিজ করে। এই তথ্য নিশ্চিত করেছেন ব্যারিস্টার এহসানুর রহমান। তিনি জানান, শফিক রেহমানকে রিমান্ডে নেয়া যাবে না বলেও আদেশ দিয়েছে আদালত। শফিক রেহমানের করা জামিন আবেদনের ওপর প্রাথমিক শুনানি করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি আতাউর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে তা খারিজ করে আদেশ দেন।
×