ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জানালার কাঁচ ভাঙ্গায় ছাত্রের কানের পর্দা ফাটালেন শিক্ষক

প্রকাশিত: ০৮:১৬, ৮ জুন ২০১৬

জানালার কাঁচ ভাঙ্গায় ছাত্রের কানের পর্দা ফাটালেন শিক্ষক

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৭ জুন ॥ ধামরাইয়ে এক শিক্ষক বিদ্যালয়ের এক ছাত্রকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আহত ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে বলে জানান প্রধান শিক্ষক। জানা গেছে, উপজেলার চৌহাট ইউনিয়নের নিকলা জে হক উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র সাবেদ হোসেন মঙ্গলবার দুপুরে আকস্মিকভাবে শ্রেণীকক্ষের একটি জানালার কাচ ভেঙ্গে ফেলে। এ অপরাধে ওই বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রউফ ওই ছাত্রকে এলোপাতাড়িভাবে চড়-থাপ্পড় মারতে থাকে। এক পর্যায়ে সাবেদের কানের পর্দা ফেটে গিয়ে রক্ত বের হতে থাকে। পরে তাকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ব্যাপারে শিক্ষক আব্দুর রউফ বলেন, সাবেদ জানালার কাচ ভাঙ্গায় প্রধান শিক্ষক তাকে বিদ্যালয় থেকে বের করে দিতে চেয়েছিলেন। বের করে দেয়ার পরিবর্তে আমি তাকে (সাবেদ) শাসন করেছি। ডাক্তার সার্টিফিকেট দিয়েছেন যে, তার কানের কোন ক্ষতি হয়নি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, বুধবার প্রধান শিক্ষক, অভিযুক্ত শিক্ষক, ক্ষতিগ্রস্ত ছাত্র ও অভিভাবককে তার কার্যালয়ে ডাকা হয়েছে। সাবেদের পিতা খলিলুর রহমান বলেন, শাসন করার নামে তার ছেলেকে এমন আঘাত করবে- ভাবতে পারিনি।
×