ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌচাক মার্কেট বন্ধের আদেশ স্থগিত

প্রকাশিত: ০৮:১৪, ৮ জুন ২০১৬

মৌচাক মার্কেট বন্ধের আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মালিবাগের মৌচাক মার্কেটের দোকানপাট বন্ধে হাইকোর্টের দেয়া আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপীল বিভাগ। ফলে এ মার্কেটের দোকান মালিকরা আরও দেড় মাস ব্যবসা পরিচালনা করতে পারবেন। তবে আদালত বলেছেন, মার্কেটে দুর্ঘটনার ফলে কোন ক্ষয়ক্ষতি হলে এর দায় দোকান মালিকদের বহন করতে হবে। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে মৌচাক মার্কেট বণিক সমিতির পক্ষে করা এক আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার আপীল বিভাগের চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার এ আদেশ দেন। আদালতে বণিক সমিতির পক্ষে শুনানি করেন এএম আমিন উদ্দিন ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অপরদিকে রিটকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোতাহার হোসেন। (পূর্ববর্তী খবর সংশ্লিষ্ট ৩-এর পাতায়)
×