ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

প্রথম রোজার পরই ছোলা ও বেগুনের দাম কমছে

প্রকাশিত: ০৭:৫৮, ৮ জুন ২০১৬

প্রথম রোজার পরই ছোলা ও বেগুনের দাম কমছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথম রোজার পরই ছোলা ও বেগুনের চাহিদা কিছুটা কমেছে। এ কারণে দুটি পণ্যের দাম কিছুটা পড়তির দিকে রয়েছে। ইফতারিতে ভাজাপোড়া খাবারের পরিবর্তে প্রথম দিনেই দেশীয় ফলমূল বেশি পছন্দ করছেন রোজাদাররা। মধু মাসের আম, জাম, কাঁঠাল, আতা, আনারস, লিচুসহ হরেক রকম ফলের সমাহার এখন বাজারে। এসব ফলমূলের দামও অপেক্ষাকৃত সস্তা। তাই ইফতারি আইটেমে যুক্ত হচ্ছে দেশীয় সব ফলমূল। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, রোজার আগের দিন সোমবার ঢাকার বিভিন্ন বাজারে প্রতিকেজি ছোলা বিক্রি হয়েছে ৯০-১০০ টাকা। চাহিদা বেশি থাকায় বিক্রিও হয়েছে বেশি। কিন্তু দ্বিতীয় রোজায় ছোলার চাহিদা কমে গেছে। এ প্রসঙ্গে জানতে চাইলে কাপ্তান বাজারের জামশেদ স্টোরের স্বত্বাধিকারী আব্দুল গনি মিয়া জনকণ্ঠকে বলেন, রোজার আগের দিন বেশিরভাগ ক্রেতা ছোলা কিনেছেন। দ্বিতীয় দিনে ছোলার ক্রেতা কমে গেছে। বিক্রি কমে গেলে দু’একদিনের মধ্যে দামও কমে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। তিনি বলেন, গত বছর রমজানের প্রথম সপ্তাহ পর ছোলার দাম কমে গিয়েছিল। এবারও সেই অবস্থা হবে বলে মনে হচ্ছে। মঙ্গলবার প্রতিকেজি ছোলা ৯০-৯৫ টাকায় বিক্রি হয়েছে। নিরাপদ খাবার বিক্রিতে এফবিসিসিআইয়ের বিশেষ উদ্যোগ ॥ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) উদ্যোগে পবিত্র রমজান মাসে নিরাপদ পথ খাবার বিক্রি নিশ্চিত করতে বিক্রয়কর্মীদের মাঝে গ্লাভস, টুপি ও গামছা বিতরণ করেছে। নিরাপদ পথ খাবার বিক্রি নিশ্চিত করতে মঙ্গলবার মতিঝিল এলাকার বিক্রয়কর্মীদের মাঝে গ্লাভস, টুপি ও গামছা বিতরণ করা হয়। এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি ও পরিচালক মোঃ হেলাল উদ্দিন বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন। এ সময় এফবিসিসিআইয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×