ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাফাদির সঙ্গে জয়ের বৈঠক ॥ দুঃখ প্রকাশ বিবিসির

প্রকাশিত: ০৭:৫৬, ৮ জুন ২০১৬

সাফাদির সঙ্গে জয়ের বৈঠক ॥ দুঃখ প্রকাশ বিবিসির

সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য ছাড়া ইসরাইলের লিকুদ পার্টির নেতা সাফাদির সঙ্গে বৈঠকের একতরফা খবর প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করেছে বিবিসি। প্রতিষ্ঠানটির কমিউনিকেশন ম্যানেজার রাসমুসেল একাত্তরের লন্ডন প্রতিনিধি তানভীর আহমেদের কাছে পাঠানো ই-মেইল বার্তায় এই দুঃখ প্রকাশ করেন। এর আগে এই সংবাদ প্রচারের জন্য ক্ষমা চাওয়ার দাবিতে যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিবিসির সদর দফতরের সামনে বিক্ষোভ করেন। খবর ’৭১ টিভির এ বিষয়ে আরও জানতে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে যোগ দেন ’৭১ টিভি প্রতিনিধি তানভীর আহমেদ। তিনি বলেন, বিকেলে তিনি বিবিসির কমিউনিকেশন ম্যানেজারের কাছ থেকে এই ই-মেইল বার্তা পান। কেননা, তিনি সোমবার থেকে বিবিসি বাংলা বিভাগে তাগাদা দিচ্ছিলেন। যুক্তরাজ্যে আওয়ামী লীগের তরফ থেকে একটি প্রতিবাদ সমাবেশ করা হয়েছিল বিবিসির লন্ডন সদরদফতর অফিসের সামনে। সেখানে তারা দাবি করেছিল, গত ২৮ মে বিবিসি অনলাইনে বাংলা বিভাগের অনলাইনে যে সংবাদটি প্রচার করেছিল, সেখানে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে লিকুদ পার্টির নেতা মেন্দি সাফাদির বৈঠকের বিষয়টি জড়িয়ে একটি সংবাদ ছাপানো হয়েছিল। সেখানে জয়ের আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ ছিল না। এর পর থেকেই সংবাদটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিবিসি জানিয়েছে, তারা বিবিসির কমিউনিকেশন বিভাগের অনুমতি ছাড়া কোন বক্তব্য দিতে পারবে না।
×