ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

প্রকাশিত: ০৭:২২, ৮ জুন ২০১৬

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

(পূর্ব প্রকাশের পর) ৩৯. একজন কর্মী ২ দিনের ছুটির জন্য মহাব্যবস্থাপকের কাছে অনুমতি প্রার্থনা করে। এটিকে বলা যায়- র. অনানুষ্ঠানিক সম্পর্ক রর. প্রত্যক্ষ সম্পর্ক ররর. আনুষ্ঠানিক সম্পর্ক নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪০. নিয়ন্ত্রণের সুবিধা হলো- র. এটি জবাবদিহিতা নিশ্চিত করে রর. এটি পরবর্তী পরিকল্পনার মান উন্নীত করে ররর. এটি কর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৪১. নির্দেশনার ফলে সমন্বয়সাধন সম্ভব হয়- র. বিভাগের সঙ্গে রর. কর্মীদের মধ্যে ররর. অন্য প্রতিষ্ঠানের সঙ্গে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪২. সুফিয়া গার্মেন্টসের বিভাগীয় নির্বাহীগণ কর্মভারগ্রস্ত হয়ে পড়েছে। প্রতিষ্ঠানটিতে কোন উপায়ে সমন্বয়সাধন করা প্রয়োজন? ক) কমিটির মাধ্যমে সমন্বয়সাধন খ) অধিবেশনের মাধ্যমে সমন্বয়সাধন গ) বিশেষভাবে পারদর্শী ও অভিজ্ঞ কর্মী নিয়োগের মাধ্যমে সমন্বয়সাধন ঘ) কার্যকর যোগাযোগের মাধ্যমে সমন্বয়সাধন ৪৩. তাহসিনা গার্মেন্টস কোম্পানির মালিক মিস তাহমিনা তার কর্মীদের সৃজনশীল পরিকল্পনা প্রণয়ন করার নির্দেশ দেন। এক্ষেত্রে কর্মীরা- র. গবেষণা করবেন রর. নিত্যনতুন আবিষ্কার করবেন ররর. কলাকৌশল প্রয়োগ করবেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৪. রাব্বী হোসেনের প্রতিষ্ঠানের নির্বাহীগণ সকল কাজে প্রত্যক্ষ তত্ত্বাবধানে থাকে। এতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে কোনটি অর্জন করতে পারবে? ক) দক্ষতা খ) কর্তৃত্ব গ) বিশেষজ্ঞতান ঘ) মিতব্যয়িতা ৪৫. সংগঠন কাঠামো দেখে কোনটি সম্পর্কে জানা যায়? ক) নির্দেশনার ধরন খ) কর্তৃত্ব শিকল গ) ক্ষমতার প্রকৃতি ঘ) প্রতিষ্ঠানের সামর্থ্য ৪৬. দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করতে কোনটির প্রয়োজন রয়েছে? ক) মানবসম্পদ খ) বস্তুগত সম্পদ গ) উদ্যোক্তা ঘ) সংগঠন ৪৭. কর্মী নির্বাচনের ঋণাত্মক প্রক্রিয়ায়- র. নির্বাচনে কঠোর নিয়ম অবলম্বন করা হয় রর. এটি একটি বাছাই প্রক্রিয়া ররর. বাছাইকরণের সময় অনেক প্রার্থী বাদ পড়ে যায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪৮. একটি প্রতিষ্ঠানের প্রত্যেক বিভাগের কার্যাবলী সমানভাবে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সমন্বয়সাধনের কোন নীতিটি আবশ্যক? ক) সমন্বয়ের নীতি খ) ভারসাম্যের নীতি গ) অবিচ্ছেদ্যতার নীতি ঘ) ধারাবাহিকতার নীতি উদ্দীপকটি পড় এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও : ফারুক এ্যান্ড কোম্পানির উৎপাদন ব্যবস্থাপক মি. শাওন চৌধুরী কর্মীদের কাজের প্রতি আগ্রহী ও মনোযোগী করে তোলার জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা যেমন; বেতন বৃদ্ধি, বোনাস, আবাসন সুবিধা প্রদান করে। এর ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়। ৪৯. কর্মীসংস্থানের উৎস কয়টি? ক) কর্মীসংস্থান খ) যোগাযোগ গ) নির্দেশনা ঘ) প্রেষণা ৫০. কোনটি ব্যবস্থাপক প্রশিক্ষণ পদ্ধতি? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ৩৯. (ক) ৪০. (ক) ৪১. (ক) ৪২. (গ) ৪৩. (ঘ) ৪৪. (ঘ) ৪৫. (গ) ৪৬. (ক) ৪৭. (খ) ৪৮. (খ) ৪৯. (ক) ৫০. (গ)
×