ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

অর্থ পাচার বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি বিভিন্ন সংগঠনের

প্রকাশিত: ০৭:০৭, ৮ জুন ২০১৬

অর্থ পাচার বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি বিভিন্ন সংগঠনের

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণের উপর করের বোঝা না বাড়িয়ে বরং অর্থপাচার বন্ধে সরকারকে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার ‘কর বৃদ্ধি নয়, বরং অর্থপাচার বন্ধ হোক সর্বোচ্চ অগ্রাধিকার’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। নাগরিক নাগরিক সমাজের নেটওয়ার্ক ইক্যুইটিবিডি’র আয়োজনে বিভিন্ন এনজিও, কৃষক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইক্যুইটিবিডি’র রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন আহসানুল করিম বাবর। মূল প্রবন্ধে তিনি বলেন, দেশে অর্থপাচারের হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে এবং ২০১৩ সালে অর্থপাচারের পরিমান ছিল সে সময়ের গৃহীত বৈদেশিক অনুদানের প্রায় ১২ গুণ বেশি এবং মোট বৈদেশিক ঋণের ১৪১ শতাংশ। তিনি আরও বলেন, অর্থপাচারের কারণে ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে সুইস ব্যাংকে বালাদেশীদের অর্থ জমানোর পরিমাণ ৪৩ শতাংশ বেড়েছে যেখানে অন্যান্য দেশের কমেছে বিশেষ করে ভারতের। ৩০৬১ জন বাংলাদেশী মালয়েশিয়ায় সরকারের ‘সেকেন্ড হোম’ সুবিধা গ্রহণ করেছে যা অর্থ পাচারের মাধ্যমেই করা হয়েছে। লংকাবাংলার টাইটেনিয়াম মাস্টারকার্ড সম্প্রতি গ্রাহকদের জন্য নতুন একটি ক্রেডিট কার্ড চালুর ঘোষণা দিয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড এবং মাস্টারকার্ড। লংকাবাংলা টাইটেনিয়াম মাস্টারকার্ড ক্রেডিট কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক খাজা শাহরিয়ার এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেল ফিন্যান্সের প্রধান খুরশেদ আলম; মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল ও ভাইস প্রেসিডেন্ট গীতাঙ্ক ডি দত্ত। -বিজ্ঞপ্তি রমজানে কোকা-কোলার মাসব্যাপী ক্যাম্পেন শুরু পরিবার পরিজন ও কাছের মানুষকে নিয়ে একসাথে ইফতার বা সেহরি করার আনন্দকে বাড়িয়ে দিতে রোজা উপলক্ষে কোকা-কোলা বাংলাদেশে মাসব্যাপী বিভিন্ন ক্যাম্পেন চালু করেছে। সোমবার এক সংবাদ সম্মেলনে এই কার্যক্রমের উদ্বোধন ঘোষণা হয়। এই ক্যাম্পেনে থাকছে পরিবার ও বন্ধুদের নিয়ে সারাদিন রোযা রাখার পর ইফতার বা একই ছাদের নিচে বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের সেহরি উপভোগের অনন্য সুযোগ। সবার মাঝে সবার সাথে রমজানের তাৎপর্যপূর্ণ মহিমার প্রতিফলনই হচ্ছে এই ক্যাম্পেনের মূল উদ্দেশ্য। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন কোকা-কোলা বাংলাদেশ এর পিআর অ্যান্ড কমিনিউকেশনস ম্যানেজার শামিমা আক্তার, কোকা-কোলা বাংলাদেশ এর ম্যানেজিং ডিরেক্টর শাদাব আহমেদ খান, ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেডের কমার্শিয়াল ডিরেক্টর সুবীর চ্যাটার্জী, ঢাকা ফুডিজ এর প্রতিষ্ঠাতা আশিকুর রহমান। -অর্থনৈতিক রিপোর্টার বিশেষ এন্টারপ্রাইজ সল্যুশনস, কল রেট, ক্লোজ ইউজার গ্রুপ সুবিধা, ভ্যালু এ্যাডেড সার্ভিসসহ ইন্টারনেট সেবা উপভোগ করতে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের সঙ্গে একটি কর্পোরেট চুক্তি সই করেছে ড্যানিস ফুডস লিমিটেড
×