ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের লোকসান কমছে

প্রকাশিত: ০৭:০৩, ৮ জুন ২০১৬

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের লোকসান কমছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের ৪৫টি অ-আর্থিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৩৪টি লাভজনক অবস্থানে রয়েছে। লোকসানে রয়েছে ১১। বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর লোকসান ১ হাজার কোটি টাকা কমেছে। এ বছর রাষ্ট্রায়ত্ত ১১টি প্রতিষ্ঠানের নিট লোকসান প্রাক্কলন করা হয়েছে ৭ হাজার ৬৮৩ কোটি ৪৬ লাখ টাকা। গত ২০১৪-১৫ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর নিট লোকসানের পরিমাণ ছিল ৮ হাজার ৬৫০ কোটি ৪৫ লাখ টাকা। শীর্ষ লোকসানি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ‘বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড’ (বিপিডিবি)। ‘বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬’-তে এ তথ্য তুলে ধরা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, পিডিবি প্রতিবছর লোকসান দিয়ে আসছে। বিদায়ী অর্থবছরে পিডিবির লোকসান প্রাক্কলন করা হয়েছে ৬ হাজার ২৩৩ কোটি ৪৯ লাখ টাকা। এটা গত অর্থবছরের তুলনায় প্রায় ১ হাজার কোটি টাকা কম। গত বছর পিডিবি ৭ হাজার ২৭৬ কোটি ৬০ লাখ টাকা লোকসান দিয়েছিল। লোকসানের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন’ (বিজেএমসি)। বিদায়ী অর্থবছরে সংস্থাটির লোকসানের পরিমাণ প্রাক্কলন করা হয়েছে ৫৮৮ কোটি ৫৯ লাখ টাকা। গত অর্থবছরে এর পরিমাণ ছিল ৭২৬ কোটি ৫ লাখ টাকা। গত দশ বছরের মধ্যে ২০১০-১১ অর্থবছরে বিজেএমসি মাত্র একবার সাড়ে ১৪ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। তৃতীয় লোকসানি প্রতিষ্ঠানটি হচ্ছে, ‘বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন’ (বিএসএফআইসি)। এবার সংস্থাটির লোকসানের পরিমাণ প্রাক্কলন করা হয়েছে ৪৬২ কোটি ৩৯ লাখ টাকা। গত অর্থবছর সংস্থাটি ৫৩৯ কোটি ৭০ লাখ টাকা লোকসান দিয়েছিল। গত দশ বছরে ২০০৫-০৬ অর্থবছরে বিএসএফআইসি মাত্র একবার ৩৫ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ‘পল্লী বিদ্যুতায়ন বোর্ড’ (আরইবি)-এর লোকসান প্রাক্কলন করা হয়েছে ২৯৮ কোটি ৯৫ লাখ টাকা। এছাড়া ‘বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন’ (বিটিএমসি)-এর লোকসান ৩৭ কোটি ১০ লাখ টাকা (গত অর্থবছরে লোকসান দিয়েছিল ২৩ কোটি ৪৯ লাখ টাকা), ‘বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন’ (বিসিআইসি)-এর লোকসান ২২ কোটি ২৩ লাখ টাকা, বিএফএফডব্লিউটি-এর লোকসান ১১ কোটি ২৯ লাখ টাকা (গত অর্থবছরে লোকসান দিয়েছিল ৫ কোটি ৬৯ লাখ টাকা), ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা’ (বিএফডিসি)-এর লোকসান ১০ কোটি ৬১ লাখ টাকা (গত অর্থবছরে লোকসান দিয়েছিল ৭ কোটি ৪৬ লাখ টাকা), বিআরটিসি’র লোকসান ৯ কোটি ৮০ লাখ টাকা (গত অর্থবছরে লোকসান দিয়েছিল ৬৭ কোটি ৮৩ লাখ টাকা), সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর লোকসান ৭ কোটি ১৮ লাখ টাকা (গত অর্থবছরে লোকসান দিয়েছিল ৩ কোটি ৬৩ লাখ টাকা) এবং ‘বাংলাদেশ শিপিং কর্পোরেশন’ (বিএসসি)-এর লোকসান ১ কোটি ৮৩ লাখ টাকা প্রাক্কলন করা হয়েছে। ‘বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬’-এর প্রতিবেদনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ’ (বিআইডব্লিউটিএ)-এর লোকসান প্রাাক্কলন করা হয়েছে ৩৪ কোটি ২৫ লাখ টাকা। চলতি অর্থবছরে (২০১৫-১৬) প্রতিষ্ঠানটির মুনাফা প্রাক্কলন করা হয়েছে ৬১ কোটি ৪৫ লাখ টাকা। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো সম্পর্কে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে বলেন, ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা স্বল্পসময়ে পূরণের জন্য ভাড়া ও তরল জ্বালানিভিত্তিক বিদ্যুত উৎপাদন করে জনকল্যাণের জন্য উৎপাদনের চেয়ে কম মূল্যে সরবরাহ করা হয়। তাই এ খাতে লোকসান বেড়েছে। মন্ত্রী আরো বলেন, জাতীয় অর্থনীতিতে বেসরকারি খাতের পাশাপাশি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০১৪-১৫ অর্থবছরে জিডিপিতে বেসরকারি ও রাষ্ট্রায়াত্ত খাতের বিনিয়োগের হার যথাক্রমে ২৮ দশমিক ৮৯ শতাংশ ও ২২ দশমিক শূন্য সাত শতাংশ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমায় গত এক বছরে ‘বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর মুনাফা প্রায় তিনগুণ বেড়েছে। বিদায়ী অর্থবছরে বিপিসির মুনাফা প্রাক্কলন করা হয়েছে ১২ হাজার ১৮৬ কোটি টাকা। গত অর্থবছরে সংস্থাটির মুনাফার পরিমাণ ছিল ৪ হাজার ১২৬ কোটি ১০ লাখ টাকা। এর আগে ২০০৮-০৯ অর্থবছরে বিপিসি ৩২২ কোটি ৬৬ লাখ টাকা মুনাফা অর্জন করেছিল।
×