ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রথম দিনেই একমির অস্বাভাবিক লেনদেন

প্রকাশিত: ০৭:০২, ৮ জুন ২০১৬

প্রথম দিনেই একমির অস্বাভাবিক লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের লেনদেনের প্রথম দিনেই অস্বাভাবিক আচরণ দেখা গেছে। কারণ কোম্পানিটির প্রথম দিনেই ১ কোটি ১৩ লাখ ৪৯ হাজার ৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ছিল ১৪০ কোটি ৭৭ লাখ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটি লেনদেনের শীর্ষে অবস্থান করছে। ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার একমি ল্যাবের অ্যাডজাস্টেড ওপেনিং প্রাইস ছিল ৮৫ টাকা ২০ পয়সা। এদিন শেয়ারটি ৩৪ টাকা ৫০ পয়সা বা ৪০ দশমিক ৪৯ শতাংশ দর বেড়ে সর্বশেষ ১১৯ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। শেয়ারটির দর ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা পর্যন্ত ওঠা-নামা করে। কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১৯ দশমিক ৭৪ পয়েন্টে। ওষুধ-রসায়ন খাতের এই কোম্পানির অনুমোদিত মূলধন রয়েছে ৫০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন রয়েছে ২১১ কোটি ৬০ লাখ টাকা। পুঁজিবাজারে একমির মোট ২১ কোটি ১৬ লাখ ১ হাজার ৭০০ শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের ৫৭ দশমিক ৬৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ৩২ দশমিক ৩৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১০ শতাংশ শেয়ার রয়েছে। অন্যদিকে কোম্পানিটির লেনদেনের আগের দিনের প্রকাশ করা ৯ মাসের আর্থিক প্রতিবেদনে আগের তুলনায় মুনাফা কমেছে। তাই কোম্পানিটির মুনাফা কমলেও আগামীতে বাড়তে পারে এমন আশায় সেকেন্ডারী মার্কেটের বিনিয়োগকারীরা শেয়ার কিনেছেন। যদিও কোম্পানিটির আইপিওতে ছাড়া শেয়ারের অর্ধেকের বেশি লেনদেন হলেও অবশিষ্ট শেয়ারগুলো প্রথম দিনের দর ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। গত কয়েক মাসে ডরিন পাওয়ার, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, কেডিএস এক্সেসরিজসহ বেশ কিছু কোম্পানির বাজারে আসা প্রথম দিনের দর ধরে রাখতে পারেনি। উল্টো সাধারণ বিনিয়োগকারীদের লোকসানের মুখোমুখি হতে পারে। সিটি ব্রোকারেজ ও ক্যাপিটালে বিনিয়োগ করবে সিটি ব্যাংক অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের বাড়তি বিনিয়োগ সংক্রান্ত জটিলতার সমাধানে সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ ব্যাংকটি। ব্যাংকটির সহযোগী দুটি প্রতিষ্ঠান সিটি ব্রোকারেজ ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড ৩৬০ কোটি টাকা বিনিয়োগ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। তবে সব কিছু নির্ভর করছে বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের ওপর। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের জন্য আবেদন করেছে। জানা গেছে, ঋণ থেকে মূলধনে রূপান্তর করার জন্য সিটি ব্রোকারেজকে ১০০ কোটিসহ মোট ১৮০ কোটি টাকা দিবে। আর সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সে বিনিয়োগ করবে ১৮০ কোটি টাকা।
×