ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৬৭ শতাংশ

প্রকাশিত: ০৭:০১, ৮ জুন ২০১৬

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৬৭ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত দুই দিনের পতন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন দিনভর ছিল সূচকের ব্যাপক উত্থান-পতন। তবে ডিএসইতে লেনদেনের ব্যাপক উত্থান হয়েছে। আগের দিনের তুলনায় ডিএসইতে ৬৭ শতাংশ লেনদেন বেড়েছে। সার্বিকভাবে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়লেও মূলত নতুন তালিকাভুক্ত একমি ল্যাবরেটরিজের প্রতিই সবার আগ্রহ দেখা গেছে। শুধু তাই নয়, শুরুর দিন থেকেই বিনিয়োগকারীদের অস্বাভাবিক আচরণ দেখা গেছে। মূলত আগামীতে দর বাড়তে পারে এমন আশাবাদেই কোম্পানির লেনদেন ও চাহিদা বেড়েছে। দিনটিতে ডিএসইতে ৬৭ ভাগ কোম্পানির দর কমলেও মূলত বড় মূলধনী কোম্পানির দর বাড়ার কারণে সূচক আগের দিনের সামান্য বেড়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৪৭১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এই বাজারে লেনদেন হয়েছিল ২৮২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার। আগের দিনের চেয়ে ১৮৮ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন বেড়েছে। অর্থাৎ দিনটিতে মোট ৬৭ শতাংশ লেনদেন বেড়েছে। এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩১৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪১২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৩৯ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- একমি ল্যাবরেটরিজ, শাহজিবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, মবিল যমুনা বিডি, বেক্সিমকো ফার্মা, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক ইন্ড্রাস্টিজ, গ্রামীণফোন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও ইসলামী ব্যাংক। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো- ঢাকা ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ব্র্যাক ব্যাংক, পূবালী ব্যাংক, অলিম্পিক ইন্ড্রাস্টিজ, সাউথ ইস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, পপুলার লাইফ ও মবিল যমুনা বিডি। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো- ফাস ফাইনান্স, আইএসএন, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড, এআইবিএল ১ম মিউচুয়াল ফান্ড, মডার্ন ডাইং, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সালভো কেমিক্যাল, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ও ইসলামী ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৫৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২১ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো- একমি ল্যাবরেটরিজ, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড এয়ার, শাহজিবাজার পাওয়ার, জিপিএইচ ইস্পাত, কেয়া কসমেটিকস, ডরিন পাওয়ার, ইউনাইটেড পাওয়ার ও আমান ফিড মিলস লিমিটেড।
×