ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুসলমান ও অভিবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি ওবামার

প্রকাশিত: ০৭:০০, ৮ জুন ২০১৬

মুসলমান ও অভিবাসীদের পাশে থাকার প্রতিশ্রুতি ওবামার

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রে বসবাসরত মুসলমানসহ অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের পাশে থাকবেন। রমজান মাস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে ওবামা এ কথা বলেন। তিনি বলেন, এই মাস অনেকের কাছে আধ্যাত্মিকতা অর্জনে গুরুত্বারোপ, ক্ষমা, ধৈর্য্য ধারণ ও স্বাভাবিক জীবনে ফিরে আসা এবং দুর্ভাগাদের প্রতি সহানুভূতির হাত বাড়ি দেয়ার একটি সুযোগ। ওবামা বলেন, ‘যারা ধর্মীয় স্বাধীনতা এবং নাগরিক অধিকার নিয়ন্ত্রণ করতে চায় তাদের ধারণা আমি প্রত্যাখ্যান করি।’ ধর্ম-বর্ণ নির্বিশেষে যুক্তরাষ্ট্রের জনগণের নাগরিক অধিকার সংরক্ষণে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান। তিনি বলেন, এই মাসে আমরা সারা বিশ্বের লাখ লাখ মানুষের জীবনের কথা ভুলতে পারি না, যারা সহিংসতার কারণে বাস্তুচ্যুত হয়েছেন। আমরা অবশ্যই এসব মানুষের দুর্ভোগ লাঘবে একযোগে কাজ করে যাব। এদিকে মুসলমান ও অভিবাসনপ্রত্যাশীদের বিরুদ্ধে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আবার মন্তব্য করেছেন। গত রবিবার মার্কিন একাধিক সংবাদমাধ্যমে ট্রাম্প মেক্সিকান বংশোদ্ভূত বিচারকের নিরপেক্ষতা নিয়ে তাঁর আগের বক্তব্যের পক্ষেই অনড় থেকেছেন। পাশাপাশি সিবিএস নিউজের ফেস দ্য নেশন অনুষ্ঠানে ট্রাম্প আবারও মুসলিম ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার কথা বলেছেন। মুসলিম সম্প্রদায় নিয়ে আগের দেয়া বক্তব্য থেকে সরে দাঁড়াচ্ছেন না উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘মুসলমান চরমপন্থী জঙ্গীবাদ আমাদের সমস্যা।’ তিনি আরও বলেন, ‘আমাদের কিছু একটা করতে হবে।’ টিভিতে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, মুসলিম জঙ্গীবাদ সারা বিশ্বের সমস্যা। শিশু অধিকার লঙ্ঘনকারী কালোতালিকা থেকে সৌদি নেতৃত্বাধীন বাহিনী বাদ জাতিসংঘ সোমবার শিশু অধিকার লঙ্ঘনকারীর কালোতালিকা থেকে ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন বাহিনীকে বাদ দিয়েছে। ইয়েমেনে গত বছর ৭৮৫টি শিশু নিহত হয়েছে। এর ৬০ শতাংশ হত্যার জন্য সৌদি নেতৃত্বাধীন বাহিনী দায়ী বলে উল্লেখ করা হয়েছে জাতিসংঘ রিপোর্টে। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সৌদি আরব। দেশটি জাতিসংঘ রিপোর্ট সংশোধনের দাবি জানায়। খবর এএফপির। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের মুখপাত্র স্টিফান দুজারিক জানান, মহাসচিব যৌথভাবে রিপোর্ট পর্যালোচনার সৌদি প্রস্তাবে সম্মত হয়েছেন। যৌথ পর্যালোচনা শেষে এ বাহিনীকে কালোতালিকা থেকে বাদ দেয়া হয়েছে। সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল মুয়ালিমি সাংবাদিকদের বলেন, চূড়ান্ত এবং শর্তহীনভাবেই জোট বাহিনীকে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। এর আগে তিনি জাতিসংঘ রিপোর্টে চরম অসন্তোষ প্রকাশ করে বলেন, এটি অতিরঞ্জিত। সৌদি নেতৃত্বাধীন বাহিনী ২০১৫ সালের মার্চ থেকে হুতি বিদ্রোহীদের হটাতে এবং ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুরের সমর্থনে বিমান হামলা শুরু করে। মহান ক্ষমা জাপানের গহীন বনে ৬ দিন একা কাটিয়ে আসা বালক ইয়ামাতো তার বাবাকে ক্ষমা করে দিয়েছে। শাস্তিস্বরুপ মা-বাবা তাকে বনে রেখে এসেছিল। ব্যাপক তল্লাশির পর ছেলেটিকে হোক্কাইডোর ওই বনের এক সামরিক স্থাপনার মধ্যে পাওয়া যায়। পরে ছেলেটিকে হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তার বাবা প্রসঙ্গে বলেন, আমি বাবাকে ক্ষমা করে দিয়েছি। উনি ভাল বাবা। -বিবিসি এবার ভলোকপ্টার ভলোকপ্টার নামে একটি পার্সোনাল ড্রোন বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিল একদল জার্মান বিজ্ঞানী। এই কপ্টারটির বৈশিষ্ট্য এটি একটিমাত্র ব্যাটারির সাহায্যে চলতে পারে। এটির চেয়ারে বসে ‘অনবাটনে’ চাপ দিলেই আকাশে উড়তে শুরু করবে। নিয়ে যাবে গন্তব্যে। গত মাসে কপ্টারটির পরীক্ষামূলক যাত্রা শুরু হয়। চালক আলেক্সান্ডার জোসেল মাত্র ৩ মিনিটে ২৫ মিটার দূরত্ব অতিক্রম করে। এই যানের ব্যাপক ব্যবহার বৃদ্ধির চিন্তা করা হচ্ছে। -ডেইলি মেইল
×