ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিটেনের ইইউতে থাকার পক্ষে সমর্থন ‘সামান্য বেশি’

প্রকাশিত: ০৬:৫৯, ৮ জুন ২০১৬

ব্রিটেনের ইইউতে থাকার পক্ষে সমর্থন ‘সামান্য বেশি’

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষে যুক্তরাজ্যের বেশিরভাগ নাগরিক সমর্থন জানিয়েছেন। তবে বিরোধী ‘ব্রেক্সিট (ব্রিটেনের ইইউ ত্যাগ)’ সমর্থনকারীদের সঙ্গে তাদের ব্যবধান খুব কম। দেশটির দুটি সংবাদপত্রে মঙ্গলবার প্রকাশিত দুটি জরিপের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। আগামী ২৩ জুন এ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। খবর টেলিগ্রাফের। দুটি জরিপের ফলাফলেই ইইউতে থাকার পক্ষে এক শতাংশ বেশি সমর্থন দেখা যায়। ইউগভ নামে একটি প্রতিষ্ঠানের অনলাইন জরিপের ফলাফল টাইমস সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং ওআরবি ইন্টারন্যাশনাল নামে একটি স্বাধীন জরিপ সংস্থার টেলিফোন জরিপের ফলাফল প্রকাশিত হয়েছে টেলিগ্রাফে। তবে এর আগে সোমবার প্রকাশিত এক জরিপের ফলাফলে ব্রেক্সিটপন্থীরা এগিয়ে আছেন বলে দেখা যায়। প্রয়াত মহাকাশচারী কল্পনা চাওলার প্রতি মোদির শ্রদ্ধা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের আরলিংটনের জাতীয় সমাধিতে ভারতীয় বংশোদ্ভূত প্রয়াত মার্কিন মহাকাশচারী কল্পনা চাওলার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি এই মহাকাশচারীর পরিবারের সঙ্গেও সাক্ষাত করেছের মোদি। এ সময় কল্পনার স্বামী জিন পিয়ের হ্যারিসন মোদিকে কিছু বই উপহার দেন। বইগুলোর মধ্যে স্বামী জিন পিয়ের লেখা প্রয়াত কল্পনার জীবনীও রয়েছে। স্পেস শাটল কলম্বিয়া মেমোরিয়ালে নাসা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মোদি। এ সময় ভারতীয় বংশোদ্ভূত অপর মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়মাস ও তার বাবা উপস্থিত ছিলেন। সাক্ষাতে সুনীতাকে ভারত সফরে যাবার আমন্ত্রণ জানান মোদি। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় দূত অরুণ কে সিংহ, পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর ও ভারতে নিযুক্ত মার্কিন দূত রিচার্ড বর্মা। -ওয়েবসাইট প্যারিসে অগ্নিকা-ে পাঁচজনের মৃত্যু ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে একটি ভবনে সোমবার সন্ধ্যায় অগ্নিকা-ে কমপক্ষে পাঁচজন মারা গেছে এবং অগ্নিদগ্ধ হয়েছে আরও ১১ জন। খবর এএফপির। দমকল বাহিনীর মুখপাত্র জানান, ফ্রান্সের রাজধানীর উত্তরে সেন্ট-ডেনিসে এ অগ্নিকা-ের ঘটনায় দগ্ধদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে উপস্থিত দমকলকর্মীরা জানান, ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা লাশগুলো এতো মারাত্মকভাবে পুড়ে গেছে যে তাদের পরিচয় জানা যায়নি। প্যারিসের দমকল বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আহতদের দু’জন আগুন থেকে বাঁচতে চারতলাবিশিষ্ট এ ভবন থেকে লাফ দেয়।
×