ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

মিসবাহদের সতর্ক করলেন ইউসুফ

প্রকাশিত: ০৬:৪৪, ৮ জুন ২০১৬

মিসবাহদের সতর্ক করলেন ইউসুফ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডের কন্ডিশন উপমহাদেশের ব্যাটসম্যানদের জন্য কতটা কঠিন এখন শ্রীলঙ্কা সেটি হারে হারে টের পাচ্ছে। জেমস এ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রডদের গতির তোপে দিশেহার এ্যাঞ্জেলো ম্যাথুসের দল টানা দুই হারে এক ম্যাচ বাকি থাকতেই তিন টেস্টের সিরিজ খুইয়ে বসেছে। আসন্ন সফর সামনে রেখে উত্তরসূরিদের সেটিই স্মরণ করিয়ে দিলেন মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানী ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জটা অনেক বড় বলে মনে করছেন সাবেক এই তারকা। তিনি বলছেন, গত বেশ কয়েক বছর যাবত সংযুক্ত আরব আমিরাতের সহায়ক কন্ডিশনে খেলে আসা জাতীয় দলের ব্যাটসম্যানদের জন্য ইংল্যান্ড হবে আসল পরীক্ষা। ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গী হামলার পর থেকে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট প্রায় বন্ধ হয়ে আছে। সেই থেকে আরব আমিরাতই হয়ে উঠেছে মিসবাহ-উল হকদের হোম ভেন্যু। দুবাই, আবুধাবি এবং শারজায় দারুণ নৈপুণ্য প্রদর্শন করায় অস্ট্রেলিয়া ও ভারতকে পেছনে ফেলে আইসিসি প্রকাশিত সর্বশেষ টেস্ট র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে উঠে এসেছে পাকিস্তান। ইউসুফ বলেন, আমার দুশ্চিন্তার বিষয় হচ্ছে গত কয়েক বছর যাবত পাকিস্তান দলের টেস্ট ক্রিকেটে সংযুক্ত আরব আমিরাতের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে এবং নিজেদের টেস্ট রেকর্ড সমৃদ্ধ করতে ইংল্যান্ডে তাদের কঠোর পরীক্ষা দিতে হবে। সাবেক এ তারকা ব্যাটসম্যান মনে করেন সংযুক্ত আরব আমিরাত ও ইংল্যান্ডের কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন এবং ফর্মে থাকা ইংলিশদের বোলিং আক্রমণের বিপক্ষে ইংলিশ কন্ডিশনে পাকিস্তানী ব্যাটসম্যানদের আসল পরীক্ষা মিলবে। তিনি বলেন, আমাদের জন্য আসন্ন সফরটি বেশ কঠিন হবে এবং ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার মতো যাতে পর্যুদস্ত না হতে হয়, আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত সেটাই। সাবেক পাকিস্তান অধিনায়ক ইউসুফ আরও বলেন, আমাদের সুবিধা হচ্ছে- দলে অনেক বেশি অভিজ্ঞ ব্যাটসম্যান ও যোগ্যতাসম্পন্ন বোলার আমাদের আছে। শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তানের ভাল করা উচিত। কেননা, ইউনুস খান, মিসবাহ, আজহার আলী এবং আসাদ শফিকদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হবে ইংলিশ কন্ডিশন ও পিচের সঙ্গে তারা কত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে তার ওপর। দেশের হয়ে ৯০ টেস্ট ও ২৮৮ ওয়ানডে খেলা ইউসুফ বলেন, পাকিস্তানী ব্যাটসম্যানরা অতীতে ইংল্যান্ডে সমস্যায় পড়েছে। কিন্তু সব সময়ই ঘুরে দাঁড়িয়েছে। ইংলিশদের দক্ষ বোলিং আক্রমণ ও পিচের কারণে গত বছর নিজেদের সর্বশেষ সফরে ভারতের শীর্ষ ব্যাটসম্যানরাও বেশ সমস্যায় পড়েছিলেন বলে উল্লেখ করেন তিনি। ইউসুফ যোগ করেন, ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান ভাল করতে পারলে সকলেই দেখবে তারা একটি শীর্ষ দল। তবে বর্তমান সময়ে অধিকাংশ টেস্ট দলই নিজ মাটিতে ভাল করছে বলেও উল্লেখ করেন তিনি। ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও তরুণ পেসার মোহাম্মদ আমিরকে নিয়ে আসন্ন সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান। ২০১০ সালে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অপরাধে ইংল্যান্ডে জেল খাটতে (কিশোর সংশোধন কেন্দ্রে) হয়েছিল বর্তমানে ২৪ বছর বয়সী আমিরকে। ব্রিটিশ অভিবাসন আইনে সেটি নিয়েই তৈরি হিয়েছে জটিলতা। ১৪ জুলাই থেকে ৭ সেপ্টেম্বরÑ দীর্ঘ ইংল্যান্ড সফরে পাকিরা চার টেস্ট, পাঁচ ওয়ানডে ও একটি টি২০ খেলবে।
×