ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রতারণার মামলায় নেইমার

প্রকাশিত: ০৬:৪২, ৮ জুন ২০১৬

প্রতারণার মামলায় নেইমার

স্পোর্টস রিপোর্টার ॥ করফাঁকির মামলার শুনানির জন্য কিছুদিন আগেই স্প্যানিশ আদালতে হাজিরা দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এবার স্প্যানিশ ক্লাব বার্সিলোনায় তাঁর সতীর্থ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারও মেসির পদাঙ্ক অনুসরণ করতে চলেছেন। স্পেনের সরকারী আইনজীবীরা প্রতারণার জন্য দ্রুতই নেইমারের বিচার প্রক্রিয়া চালুর আহ্বান জানিয়েছেন। স্পেনের সর্বোচ্চ অপরাধ আদালত নেইমার ও তাঁর বাবা, বার্সিলোনা ফুটবল ক্লাব ও এর সাবেক প্রেসিডেন্ট সান্দ্রো রোসেলের বিরুদ্ধে প্রতারণতার অভিযোগ দায়ের করেছে। ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে বার্সায় যোগ দেন নেইমার মাল্টি-মিলিয়ন ডলারে। কিন্তু উভয় পক্ষ অর্থের সঠিক অঙ্কটা গোপন করেছে এবং এই কারচুপি করা হয়েছে সরকারী ট্যাক্স ও ভ্যাট ফাঁকি দিতে এমন অভিযোগই করা হয়েছে। ব্রাজিলিয়ান ইনভেস্টমেন্ট ফান্ড-ডিআইএস নেইমারের সার্বিক ক্রীড়া সুযোগ-সুবিধার ৪০ ভাগের স্বত্ব¡াধিকারী ছিল যখন তিনি সান্তোসে খেলতেন। সেক্ষেত্রে বার্সায় যাওয়ার সময় যে পরিমাণ অর্থের চুক্তি হয়েছে সেটারও অনেক বড় একটি অংশ পাওয়ার কথা ডিআইএস-এর। কিন্তু বার্সা, সান্তোস এবং নেইমাররা আর্থিক লেনদেনের সঠিক পরিমাণটা জানায়নি। এ কারণেই প্রতারণার অভিযোগটা উঠেছে। এছাড়া স্প্যানিশ প্রসিকিউটররা দাবি করেছে নেইমারের ওই ট্রান্সফারে আর্থিক লেনদেনের বিষয়টিতে সংশ্লিষ্ট ছিল আরও তিনটি প্রতিষ্ঠান-নেইমার স্পোর্টস মার্কেটিং, এন এ্যান্ড এন কনসালটোরিয়া এস্পোর্টিভা ই ইম্পেরিয়াল এবং এন এ্যান্ড এ্যাডমিনিস্ট্রেক্যাও ডি বেনস। কিন্তু স্প্যানিশ আইনজীবীদের আদালতে এমন দাবির পর নেইমার দারুণ প্রতিবাদ জানিয়েছেন। ব্রাজিলিয়ান তারকা তার ব্যক্তিগত ওয়েবসাইটে বলেছেন, ‘স্প্যানিশ প্রসিকিউশন চাইছে নিজেদের দিকে সবার মনোযোগ আকর্ষণ করতে।’ নেইমার এমনকি আইনজীবী থিয়াগো ল্যাসেরডাকে আমন্ত্রণ করেছিলেন এনআর স্পোর্টসের কার্যালয় পরিদর্শন করে দেখার জন্য। স্পেনের সরকারী আইনজীবীরা এখন দাবি করছেন নেইমারের বাবা থিয়াগোকে নিয়েই এই প্রতারণার ছকটা সাজিয়েছিলেন। এক বিবৃতিতে তারা বলেছে, ‘২০০৬ থেকে ২০১৩ পর্যন্ত নেইমারের বাবা ছিলেন তার সব ধরনের চুক্তি, ট্রান্সফার, ছবির স্বত্ব¡ ইত্যাদির প্রধান পরামর্শক। তিনিই সবকিছুতে প্রতারণার ছক সাজিয়ে সবকিছুতে ভজঘট পাকিয়েছেন। আর সেটা নেইমারের বাবা করেছেন নেইমার স্পোর্ট ই মার্কেটিংয়ের মাধ্যমে।’ প্রসিকিউটররা জানিয়েছেন, নেইমার যখন সান্তোস ও বার্সিলোনার সঙ্গে নানাবিধ বিষয়ে বেশ কয়েকটি চুক্তিপত্র স্বাক্ষর শেষ করেছিলেন তারপর তার বাবার ব্যাংক এ্যাকাউন্টে আর্থিক লেনদেন করা হয়েছে। সেটা ট্যাক্সের বোঝা কমাতেই করা হয়েছে বলে অভিযোগ স্প্যানিশ আইনজীবীদের। এ কারণেই নেইমারের বিচার করা হোক অপরাধ আদালতে এমনই আহ্বান করেছেন তারা।
×