ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মোহামেডান-শেখ জামাল ‘হাইভোল্টেজ’ ম্যাচ আজ

সুপার লীগের আশায় মাশরাফির কলাবাগান কেসি

প্রকাশিত: ০৬:৪১, ৮ জুন ২০১৬

সুপার লীগের আশায় মাশরাফির কলাবাগান কেসি

স্পোর্টস রিপোর্টার ॥ যে দলটিকে মনে হয়েছে সুপার লীগেতো খেলতে পারবেই না, রেলিগেশন খেলতে হতে পারে। সেই দলটিই কিনা এখন সুপার লীগে ওঠার আশায় আছে। কলাবাগান ক্রিকেট একাডেমিকে বৃষ্টি আইনে ২৯ রানে হারিয়ে সেই আশা জিইয়ে রেখেছে মাশরাফির কলাবাগান ক্রীড়া চক্র। আজ মোহামেডান ও শেখ জামালের মধ্যে ‘হাইভোল্টেজ’ ম্যাচ রয়েছে। ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে। ফতুল্লায় ভিক্টোরিয়া-গাজী গ্রুপ ম্যাচও রয়েছে। এই ম্যাচটিও গুরুত্বপূর্ণ। মোহামেডান জিতলে সুপার লীগে খেলবে। হারলেও আশা থাকবে। শেখ জামাল হারলে বাদ। জিতলে সুপার লীগে খেলার আশা থাকবে। ভিক্টোরিয়া আগেই সুপারলীগে খেলা নিশ্চিত করে নিয়েছে। আর তাই গাজী গ্রুপের জন্যই ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ। সুপার লীগে খেলার সম্ভাবনায় থাকতে হলে জয় ছাড়া বিকল্প নেই। সোমবার কলাবাগান ক্রীড়া চক্র ও কলাবাগান ক্রিকেট একাডেমি ম্যাচ শুরু হয়। বৃষ্টির জন্য ম্যাচটি রিজার্ভ ডে’তে গড়ায়। শেষ হয় মঙ্গলবার। শুরুতেই সোমবার ১৪.২ ওভার খেলা হয়। এই ওভারের মধ্যে মাশরাফির বোলিং তোপে ৩৫ রান করতেই ৪ উইকেট হারায় কলাবাগান ক্রিকেট একাডেমি। মঙ্গলবার এই অবস্থা থেকেই খেলা শুরু হয়। এদিন আবার আব্দুর রাজ্জাকের স্পিন ঘূর্ণির সামনে কাত হয়ে যায় কলাবাগান ক্রিকেট একাডেমি (সিএ)। রাজ্জাক ৩ উইকেট নিয়ে কলাবাগান সিএকে ১২৮ রানেই অলআউট করে দেন। ৩৯.২ ওভার খেলতে পারে কলাবাগান ক্রিকেট একাডেমি। দলের পক্ষে নুরুজ্জামান সর্বোচ্চ ৪২ রান করেন। জবাবে খেলতে নেমে হাসানুজ্জামানের ৪৭ রানে ২৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯১ রান করে মাশরাফির দল। এমন সময় বৃষ্টি এলে আর বল মাঠে গড়ানো সম্ভব হয় না। তখন বৃষ্টি আইনে দেখা যায়, ২৩ ওভারে কলাবাগান ক্রীড়া চক্রের সামনে ৬৩ রানের টার্গেট দাঁড় হয়। তাতে করে ২৯ রানে জিতে কলাবাগান ক্রীড়া চক্র। এখন দলটির পয়েন্ট তালিকায় ১২ পয়েন্ট যুক্ত রয়েছে। তবে দলটির সুপার লীগে খেলা কঠিন হয়ে যেতে পারে। আরও চারটি দল যে সুপার লীগে খেলার সম্ভাবনায় আছে। ‘হেড টু হেড’ বিবেচনায় যে পিছিয়েই আছে কলাবাগান ক্রীড়া চক্র। প্রাইম দোলেশ্বর (১৪ পয়েন্ট), ভিক্টোরিয়া (১৩ পয়েন্ট), লিজেন্ডস অব রূপগঞ্জ (১৩ পয়েন্ট) আগেই সুপার লীগে খেলা নিশ্চিত করেছে। সোমবার আবাহনীও (১৪ পয়েন্ট) ছয় দলের একটি হয়ে গেছে। বাকি থাকে দুটি দল। সুপার লীগে শেষপর্যন্ত বাকি দুটি দল হবে কারা, তার ফয়সালা আজ হয়ে যাবে। লীগ পর্বের খেলা শেষ হয়ে যাবে আজ। সুপার লীগে খেলার দৌড়ে আছে মোহামেডান (১২ পয়েন্ট), প্রাইম ব্যাংক (১২ পয়েন্ট), কলাবাগান ক্রীড়া চক্র (১২ পয়েন্ট), শেখ জামাল (১০ পয়েন্ট) ও গাজী গ্রুপ (১০ পয়েন্ট)। ছয় দলের ১২ পয়েন্ট করে হয়ে যাওয়ায় ব্রাদার্সের (৮ পয়েন্ট) বিদায় নিশ্চিত হয়ে গেছে। এমনকি রেলিগেশন লীগ খেলাও তাদের নিশ্চিত হয়ে গেছে। কলাবাগান ক্রিকেট একাডেমি ও ক্রিকেট কোচিং স্কুলের বিপক্ষে রেলিগেশন লীগ খেলবে ব্রাদার্স। আজ যদিও দলটির ম্যাচ রয়েছে। বিকেএসপিতে ব্রাদার্সের প্রতিপক্ষ রূপগঞ্জ। ম্যাচটিতে জিতলেও রেলিগেশন লীগ খেলতে হবে ব্রাদার্সকে। অন্য দল ১০ পয়েন্ট হলেও ‘হেড টু হেডে’ যে পিছিয়ে পড়েছে ব্রাদার্স। তবে ম্যাচটি রূপগঞ্জের জন্য গুরুত্বপূর্র্ণ। জিতলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে যাবে। ১০ পয়েন্ট আছে, এমন প্রতিটি দল এবং ১২ পয়েন্ট আছে, সেই দলগুলোরও সুপার লীগে খেলার আশা জিইয়ে আছে। মোহামেডানের বিপক্ষে যদি শেখ জামাল জিতে, তাহলে শেখ জামালেরও ১২ পয়েন্ট হবে। ভিক্টোরিয়ার বিপক্ষে যদি গাজী গ্রুপ জিতে, তাহলে গাজী গ্রুপেরও ১২ পয়েন্ট হবে। তখন ‘হেড টু হেডে’ সুপার লীগের বাকি দুই দল নির্ধারণ হবে। যদি শেখ জামাল ও গাজী গ্রুপ হারে, তাহলে মোহামেডান ও প্রাইম ব্যাংক হবে বাকি দুই দল। এখন দেখা যাক, আজ লীগ শেষে কোন দুটি দলের ভাগ্যে সুপার লীগের টিকেট জুটে। স্কোর ॥ কলাবাগান কেসি-কলাবাগান সিএ ম্যাচ ॥ মিরপুর কলাবাগান সিএ ইনিংস-আগের দিন ৩৫/৪; ১৪.২ ওভার (মাইশুকুর ১৭, মাহমুদুল ৮; মাশরাফি ২/১৩) ও মঙ্গলবার ১২৮/১০; ৩৯.২ ওভার (নুরুজ্জামান ৪২, মিরাজ ২২, মাইশুকুর ১৭, নুর ১৫; রাজ্জাক ৩/২৮, মাশরাফি ২/১৩)। কলাবাগান ক্রীড়া চক্র ॥ ইনিংস (টার্গেট ২৩ ওভারে ৬৩ রান) ৯১/৪; ২৩ ওভার (হাসানুজ্জামান ৪৭, তাসামুল ১৭, পারাস ১৫*; জায়েদ ২/১৪)। ফল ॥ কলাবাগান ক্রীড়া চক্র বৃষ্টি আইনে ২৯ রানে জয়ী। ম্যাচ সেরা ॥ আব্দুর রাজ্জাক (কলাবাগান ক্রীড়া চক্র)।
×