ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রিও অলিম্পিক

রাশিয়ার অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত ১৭ জুন

প্রকাশিত: ০৬:৪০, ৮ জুন ২০১৬

রাশিয়ার অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত ১৭ জুন

স্পোর্টস রিপোর্টার ॥ আপাতত আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোয় রাশিয়ান এ্যাথলেটরা অংশগ্রহণ করতে পারছেন না। তাদের ওপর নিষেধাজ্ঞার খড়গ ঝুলছে। গত নবেম্বরে বিশ্ব ডোপবিরোধী সংস্থা (ডব্লিউএডিএ) এক প্রতিবেদনে দাবি করে, বিশ্বব্যাপী ডোপ কলঙ্কের যে বিষাক্ত থাবা সেটার মূলে আছে রাশিয়ান এ্যাথলেটরা। এর পরই আইএএএফ রাশিয়াকে সব আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। এ কারণে আগস্টে রিও ডি জেনিরোয় অনুষ্ঠিতব্য গ্রীষ্মকালীন অলিম্পিকেও রাশিয়ার অংশগ্রহণ অনিশ্চিত! তবে রাশিয়া জোর প্রচেষ্টা চালাচ্ছে রিও অলিম্পিকে অংশগ্রহণের অনুমতি পাওয়ার। শুদ্ধি অভিযানও চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। তবে রাশিয়ার অলিম্পিকে অংশগ্রহণের বিষয়ে আগামী ১৭ জুন আইএএএফ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রাশিয়ার এ্যাথলেটদের বিরুদ্ধে ডোপ অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ ছিল আগেও। কারণ বিভিন্ন সময়ে রাশিয়ান ফেডারেশনগুলো এবং ডব্লিউএডিএ ডোপ টেস্টে পজিটিভ পেয়েছে রাশিয়ার এ্যাথলেটদের। কিন্তু সর্বশেষ বড় ধরনের আলোড়ন সৃষ্টি হয় দুই এ্যাথলেটের প্রদাণ করা রক্তের নমুনায় নিষিদ্ধ ড্রাগ শনাক্ত হওয়ার পর। এর মধ্যে একজন ছিলেন ২০১২ অলিম্পিকে ৮০০ মিটারে চ্যাম্পিয়ন মারিয়া স্যাভিনোভা এবং ব্রোঞ্জজয়ী একাতেরিনা পোইস্টোগোভা। এর পর ডব্লিউএডিএ প্রতিবেদনে বলা হয়, ২০১২ অলিম্পিকে পুরোপুরি প্রতারণা করেছে রাশিয়ার এ্যাথলেটরা। আরও অভিযোগ করা হয়, ‘এ্যাথলেটদের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে প্রতারণার সংস্কৃতি।‘ এর পরই আইএএএফ রাশিয়াকে আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেয়। এ কারণে এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপস সাঁতারেও অংশ নিতে পারেননি রাশিয়ান সাঁতারুরা। এবার অলিম্পিকে অংশ নেয়াটাও অনিশ্চিত। রাশিয়ার ক্রীড়ামন্ত্রী ভিটালি মুটকো ডব্লিউএডিএ রিপোর্টকে ক্ষিপ্ততার বহিঃপ্রকাশ বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, এটা রাজনৈতিক আক্রমণের অংশ। অবশ্য এখন সুরটা অনেকখানিই নরম করে ফেলেছেন মুটকো। তিনি সম্প্রতিই স্বীকার করে বলেছেন, ‘আমরা মারাত্মক ভুল করেছিলাম।’ এবার নিজেদের এ্যান্টি ডোপিং সুযোগ-সুবিধাগুলো আরও বাড়িয়েছে রাশিয়া, ঢালাওভাবে সাজিয়েছে দেশের ক্রীড়া মন্ত্রণালয়ও। সবকিছু খতিয়ে দেখার জন্য অন্য দেশসমূহের সাংবাদিকদেরও আমন্ত্রণ জানিয়েছে তারা। এমনকি মুটকোর উপদেষ্টা নাতালিয়া ঝেলানোভা জানিয়েছেন, স্কুলের শিক্ষাব্যবস্থায় ‘এ্যান্টি ডোপিং ক্লাস’ রাখা হচ্ছে।
×