ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমিরকে ইতিবাচক ভাবেই নিচ্ছেন ব্রড

প্রকাশিত: ০৬:৩৯, ৮ জুন ২০১৬

আমিরকে ইতিবাচক ভাবেই নিচ্ছেন ব্রড

স্পোর্টস রিপোর্টার ॥ আগস্ট ২০১০, ভেন্যু ইংল্যান্ডের ঐতিহাসকি লর্ডস। পাকিস্তানীদের হীনকর্ম গোটা বিশ্ব ক্রিকেটকেই নাড়িয়ে দিয়েছিল। স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছিলেন তৎকালীন পাকিস্তান অধিনায়ক সালমান বাট, দুই পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির। জেল-জরিমানা, নিষেধাজ্ঞা আরও কত কী। কাকতালীয়, সেই ইংল্যান্ড সফর, সেই লর্ডস দিয়েই টেস্টে ফিরতে যাচ্ছেন আলোচিত আমির! পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে যিনি ইতোমধ্যে ওয়ানডে ও টি২০ দলে জায়গা করে নিয়েছেন। ডাক পেয়েছেন আসন্ন ইংল্যান্ড সফরের টেস্ট দলে। আমিরকে নিয়ে আর নেতিবাচক ধারণা পোষণ করেন ইংল্যান্ড তারকা স্টুয়ার্ট ব্রড। তিনি বলেন,‘এবারের টেস্ট সিরিজের সঙ্গে আমি অতীতের সেই ম্যাচটিকে জড়াতে চাই না। আমাদের ঐ টেস্টের দলের মাত্র চারজন ক্রিকেটার বর্তমান দলে রয়েছে। অন্যদিকে পাকিস্তান দলেও ব্যাপক পরিবর্তন এসেছে। সত্যি বলতে, অতীতের সেই ঘটনা নিয়ে আমার মধ্যে আর কোনরকম নেতিবাবচক অনুভূতি কাজ করছে না।’ আমিরের প্রত্যাবর্তন প্রসঙ্গে ইংলিশ পেস তারকা আরও যোগ করেন, ‘আমার মনে হয় সে যথেষ্ট শাস্তি ভোগ করেছে। প্রতিভাবান পেসার হিসেবে পুনরায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। মনে হয় না সে একই ভুল আর কখনও করবে। গত ছয় বছর তার সঙ্গে আমার আর দেখা হয়নি। ২০১০-এ সে সত্যিকারার্থেই আমাদের জন্য হুমকি ছিল। এবারও আর পরিণত হয়ে আসছে। বাইরের বিষয় নয়, মাঠে অবশ্যই তাঁকে সমীহ করব।’ আগামী মাসে লর্ডস টেস্টের মধ্য দিয়ে দীর্ঘ ছয় বছর পর আবারও ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে পাকিস্তান। ১৪ জুলাই থেকে লর্ডসে শুরু হতে যাওয়া চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য সব প্রতিবন্ধকতা কাটিয়ে আবারও দলে ফিরেছেন আমির। তবে ২৪ বছর বয়সীর ইংল্যান্ডের ভিসা পাওয়া নিয়ে জটিলতা রয়েছে। ব্রিটেনের আইন অনুযায়ী সেখানে অপরাধে জড়িয়ে পড়া কারও প্রবেশে নানা রকমের বিধিনিষেধ রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অবশ্য আশা করছে, আগামী দুই-একদিনের তুখোড় এই বাঁহাতি পেসার ইংল্যান্ডের ভিসা পেয়ে যাবেন। এজন্য পিসিবির পক্ষ থেকে ব্রিটেনের সংশ্লিষ্ট বিভাগকে বিশেষ অনুরোধ করা হয়েছে। আছে আইসিসির সমর্থনও। ২০০৯ সালে অভিষেক। নিষিদ্ধ হওয়ার আগে মাত্র এক বছরে ১৪ টেস্টের ক্যারিয়ারে নিয়েছেন ৫১ উইকেট। তার মাঝে অনেকে গ্রেট ওয়াসিম আকরামের ছায়া দেখতে শুরু করেছিলেন। সেই আকরাম এখনও আছেন আমিরের পাশে। তিনি বলেন, ‘আমি ওকে কেবল একটি বিষয়ের দিকেই দৃষ্টি রাখতে বলব, সেটা হলো তুমি কেবল ক্রিকেট নিয়েই চিন্তা করো। এর বাইরে কিছু নিয়ে ভাবার প্রয়োজন নেই।’ ১৪ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর- দীর্ঘ ইংল্যান্ড সফরে পাকিরা চার টেস্ট, পাঁচ ওয়ানডে ও একটি টি২০ খেলবে।
×