ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় আহত হকি খেলোয়াড় পিন্টু

প্রকাশিত: ০৬:৩৯, ৮ জুন ২০১৬

সড়ক দুর্ঘটনায় আহত হকি খেলোয়াড় পিন্টু

স্পোর্টস রিপোর্টার ॥ অনেকেই রাশিচক্রে বিশ^াস করেন। বাংলাদেশ জাতীয় হকি দল এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের কৃতী ডিফেন্ডার ইমরান হাসান পিন্টুর কি তাহলে ভাগ্যটাই খারাপ? তার জন্য কি ২০১৬ সালটা বাজে যাচ্ছে? দুই মাসেরও কম সময়ে দু’দুটো বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে তার জীবনে। প্রথমটা গত ২৩ এপ্রিল, দ্বিতীয়টি ৫ জুন। প্রথমটি মাঠে, দ্বিতীয়টি রাজপথে। দ্বিতীয়টির কথাই আগে শোনা যাক পিন্টুর জবানীতেই, ‘দুই দিন আগের (রবিবার) ঘটনা। ঘটনাস্থল এয়ারপোর্ট রোডের হাজী ক্যাম্প সড়কে। সময় আনুমানিক দুপুর আড়াইটার পর। নৌবাহিনীর সদর দফতর থেকে কাজ শেষে উত্তরার বাসায় ফিরি। তার পর সেখান থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আসছিলাম সিএনজি অটোরিক্সা করে। আমার সঙ্গে ছিল আরেক খেলোয়াড় কামরুজ্জামান রানা। সেখানেই ঘটে দুর্ঘটনাটা। একটা বাস আমাদের গাড়ির পেছন থেকে সজোরে আঘাত করে। আমরা ভারসাম্য বজায় রাখতে না পেরে ছিটকে গিয়ে গাড়ির যে খাঁচা আছে তাতে লেগে ভীষণ আঘাত পাই। রানা ব্যথা পায় হাতে। আমার ডান চোখের ঠিক ওপরে কপালে সেলাই পড়েছে পাঁচটি। কপালের ফোলা এখনও কমেনি। ব্যথা আছে। অল্পের জন্য বেঁচে গেছি এই যাত্রা!’ কিছুদিন আগেও চোট পেয়েছিলেন পিন্টু। ‘এটা এবারের ক্লাব কাপ হকি টুর্নামেন্ট শুরুর আগের ঘটনা। ২৩ এপ্রিল। অনুশীলনের সময় একটা বল আমার সতীর্থ লালনের স্টিকে ডিফ্লেকশন হয়ে এসে হঠাৎ করেই আমার ডান চোখের ঠিক নিচে লাগে। সেবার সেলাই দিতে হয়েছিল ১২টা!’ এবারের এ্যাক্সিডেন্টের ফলে কি পিন্টু লীগে তার পরের দলীয় ম্যাচ খেলতে পারবেন? ‘আগামী ৯ জুন আমাদের পরবর্তী ম্যাচ রেলওয়ের সঙ্গে। আমার ম্যানেজার বলেছেন, রেলওয়ে যেহেতু অপেক্ষাকৃত দুর্বল দল, কাজেই ওই ম্যাচে আমার খুব বেশি চাপ নেয়ার দরকার নেই। ওটা তেমন সিরিয়াস ম্যাচ নয়। আমাকে হয়ত সে ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে। তবে দলের প্রয়োজনে আবার মাঠেও নামানো হতে পারে।’
×