ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজের অপেক্ষায় সাসেক্স

প্রকাশিত: ০৬:৩৭, ৮ জুন ২০১৬

মুস্তাফিজের অপেক্ষায় সাসেক্স

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান ১০ জুন সাসেক্সে খেলতে নামছেন। এমন একটি গুঞ্জন এখন সব স্থানেই যেন ঘুরে বেড়াচ্ছে। আসলেই কী নামছেন? হাতে সময় একদমই নেই। তার মানে গুঞ্জন, গুঞ্জনই। সত্য না হওয়ার সম্ভাবনাই বেশি। হাতে যে সময় খুবই কম। তবে মুস্তাফিজের অপেক্ষায় ঠিকই আছে সাসেক্স। কাউন্টি দল সাসেক্সের অধিনায়ক লুক রাইটই বলেছেন, ‘আমরা মুস্তাফিজের অপেক্ষায় আছি।’ কাউন্টিতে ন্যাটওয়েস্ট টি২০ ব্লাস্টের দল সাসেক্সে চলতি মৌসুমে মুস্তাফিজুর রহমান খেলবেন কি না তা নিয়ে এখনও শঙ্কায় রয়েছে দলটি। তবে বাংলাদেশী এ পেসারকে পেতে অপেক্ষায় থাকছেন লুক রাইট। মুস্তাফিজের ব্যাপারে শঙ্কা থাকায় তার পরিবর্তে দলে নেওয়া দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডেভিড উইসির চুক্তির মেয়াদ বাড়াতে যাচ্ছে সাসেক্স। মুস্তাফিজের অনুপস্থিতিতে সামারসেট ও সারের বিপক্ষে দুটি ম্যাচ খেলতে চুক্তিবদ্ধ হন উইসি। কাটার মাস্টার মুস্তাফিজ সদ্য ভারত থেকে আইপিএল খেলে দেশে ফিরেছেন। প্রায় দুই মাস সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা এ তারকা বর্তমানে ছোট ছোট কয়েকটি চোটে ভুগছেন। ফলে চিকিৎসা ও বিশ্রামের ওপর রয়েছেন তিনি। এছাড়া মুস্তাফিজকে নিয়ে বড় কোন ঝুঁকি নিতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে প্রোটিয়া তারকা উইসি দলের হয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দারুণ পারফরম্যান্স করেছেন। সামারসেটের বিপক্ষে ৩৮ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট। আর সারের বিপক্ষে ৮ বলে করেছেন ১৬ রান। মুস্তাফিজকে যতদিন পর্যন্ত না পাচ্ছে সাসেক্স, ততদিন উইসিকে দলের রাখার কথা জানিয়ে অধিনায়ক রাইট বলেন, ‘আমরা খুবই ভাগ্যবান। ডেভিড উইসি ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ার আগ পর্যন্ত আমরা তাকে রেখে দিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘আমরা জানি না মুস্তাফিজুরের হ্যামিস্ট্রিং ইনজুরি বর্তমান কি অবস্থা। তবে আমরা তার জন্য অপেক্ষা করছি। আশাকরি তার শারীরিক অবস্থা খারাপ না। ডেভিড আমাদের সঙ্গে থাকছে। এরপর কি হয় তার দিকে আমরা তাঁকিয়ে আছি।’ অবশ্য মুস্তাফিজকে কাউন্টিতে দেখতে চান কোচ চন্দিকা হাতুরাসিংহেও। কোচ এ নিয়ে বলেছেনও, ‘আমি মনে করি ইংল্যান্ডের কন্ডিশনে খেললে মুস্তাফিজ উপকৃত হবে। কাউন্টিতে যদি তারা বাংলাদেশের চারজন পেসারকেও নিত তাহলে চারজনকেই পাঠিয়ে দেয়ার পক্ষে আমি সায় দেব। মুস্তাফিজুর রহমানকে যেহেতু কাউন্টির সাসেক্স দল নিয়েছে, আমি চাই শরীর ফিট হলে সে সেখানে খেলুক।’ সেই ফিটনেসই পুরোপুরি ফিরে পাচ্ছেন না মুস্তাফিজ। তাইতো তাকে বিশ্রামে রাখার পক্ষেই বিসিবি। রবিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই যেমন বলেছেন, ‘কোচ মনে করেন, ও কাউন্টি ক্রিকেটে খেললে আমাদের জন্য ভাল। সামনে আমাদের ইংল্যান্ডে খেলা আছে। মুস্তাফিজ যে অভিজ্ঞতা অর্জন করবে সেটা আমাদের কাজে আসবে। তবে ওর ফিটনেসটাই সবার আগে। এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট পেয়েছি, তাতে ওর ফিজিক্যাল কন্ডিশন অত ভাল না। আমরা খুব একটা ঝুঁকি নেব না। যদি দেখি ও ফিট আছে, তাহলে খেলতে যেতে পারবে। এখন আপাতত বিশ্রামে আছে। চার-পাঁচ দিন পর ঢাকায় আসবে। আবার ইভাল্যুয়েশন হবে, ওকে একটা প্রোগ্রাম দেয়া হবে। পরবর্তী ইভাল্যুয়েশনের আগে সঠিক করে বলা কঠিন হবে।’ শেষ পর্যন্ত না আবার সাসেক্সকে অপেক্ষাতেই শুধু থাকতে হয়।
×