ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জনতা ব্যাংকের পাঁচ জিএমকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৬:৩১, ৮ জুন ২০১৬

জনতা ব্যাংকের পাঁচ জিএমকে দুদকের জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার ॥ আমদানি রফতানির নামে ২৫১ কোটি টাকা আত্মসাতের মামলার তদন্তে জনতা ব্যাংকের বর্তমান ও প্রাক্তনসহ মোট পাঁচ মহাব্যবস্থাপককে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুদকের তদন্ত কর্মকর্তা ও দুদক উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম তাদের জিজ্ঞাসাবাদ করেন। দুদক সূত্র জনকণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছে। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেনÑজনতা ব্যাংকের জিএম (মহাব্যবস্থাপক) মোঃ নজরুল ইসলাম, মোঃ নাজিম উদ্দিন, ডিজিএম মোঃ মনিরুজ্জামান, প্রাক্তন জিএম মোঃ নুরুজ্জামান ও দাউদ আহমেদ শিকদার। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারসহ (জিএম) পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় দুদক উপ-পরিচালক মোঃ সামছুল আলম বাদী হয়ে মামলাটি (মামলা নম্বর ২২) দায়ের করেন। মামলার আসামিরা হলেন- জনতা ব্যাংকের জিএম মো. মঞ্জুরুল ইসলাম, প্রাক্তন এজিএম শামীম আহমেদ খান, জনতা ব্যাংক লোকাল অফিসের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ মশিউর রহমান, লোকাল অফিসের প্রাক্তন ম্যানেজার এ এস এম জহিরুল অফিসার এবং মেসার্স ঢাকা ট্রেডিং হাউসের মালিক মোঃ টিপু সুলতান। মামলার এজাহার সূত্রে জানা যায়, চিনি ও বাচ্চাদের খাবার আমদানির নামে জনতা ব্যাংকের লোকাল অফিসে ঢাকা ট্রেডিং হাউসের অনুকূলে এলসি খোলে মোঃ টিপু সুলতান। পরে সেই এলসির বিপরীতে মালামাল আমদানি না করে আসামিরা পরস্পর যোগসাজশে এই কোম্পানির হিসাব নম্বরে ২৫০ কোটি ৯৬ লাখ ১ হাজার ৪৫৫ টাকা স্থানান্তর করে। পরে সেই স্থানান্তরিত ওই বিপুল পরিমাণ টাকা ২০১০ থেকে ২০১২ সালের বিভিন্ন সময়ে আসামিরা ব্যাংকে থেকে তুলে আত্মসাত করেছে। দুদকের অনুসন্ধানে প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করা হয়। গুলশানে ডিএনসিসির ভেজাল বিরোধী অভিযান ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ স্টাফ রিপোর্টার ॥ মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মাহে রমজান উপলক্ষে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার রাজধানীর গুলশান ১নং ঢাকা সিটি কর্পোরেশন মার্কেটে (ডিসিসি মার্কেট) ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এস এম এম সালেহ ভুঁইয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন দোকানে বিক্রীত খেজুর, ফল, মাছ, মাংস এবং ইফতারির খাবার রাসায়নিক পরীক্ষার মাধ্যমে মান যাচাই করা হয়। পরীক্ষায় ফল বা খাবারে কোন রাসায়নিক দ্রব্যের উপস্থিতি পায়নি মোবাইল টিম। তবে ডিএনসিসির পক্ষ থেকে অস্বাস্থ্যকরভাবে ইফতারের খাবার তৈরি এবং বিক্রয়ের জন্য সংশ্লিষ্ট বিক্রেতাদের নোটিস করা হয়। সুরক্ষার জন্য- রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও চন্দ্রিমা উদ্যানের আশপাশের লোকজন সাধারণত বাসাবাড়ি বদলের সময় ইলেক্ট্রোনিক্স দ্রব্যাদি নৌপথে আনা নেয়া করেন। কারণ, সড়কের বেহাল দশা থেকে ইলেক্ট্রোনিক্স জিনিসগুলো রক্ষা ও যাতায়াত খরচ এ পথে অনেক কম। আরিফ আহমেদ নামক ছবির এই ব্যক্তিটি তার ফ্রিজটি নৌকায় করে ঢাকা উদ্যান থেকে আমিন বাজার নিচ্ছেন। ছবিটি ঢাকা উদ্যানের তুরাগ নদী থেকে তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। বর্বরোচিত মেয়েটির দোষ সে একটু দুষ্টু স্বভাবের। সুযোগ পেলেই দুষ্টুমি শুরু করে দেয়। তাই বলে পাঁচ বছরের অবুঝ শিশু নাছিমাকে দিনের পর দিন এরকম শাস্তি ভোগ করতে হবে! নাছিমার মা-বাবা সকাল হলেই কাজের উদ্দেশে বের হয়ে পড়েন। আর যাওয়ার সময় নাছিমাকে হাত-পা বেঁধে খাটের ওপর ফেলে রেখে যান। রাজধানীর জুরাইনের একটি বেদে পল্লী থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×