ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আরও ৩ বেসরকারী বিশ্ববিদ্যালয় অনুমোদন

প্রকাশিত: ০৬:৩০, ৮ জুন ২০১৬

আরও ৩ বেসরকারী বিশ্ববিদ্যালয় অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ আরও তিনটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে সরকার। এ নিয়ে দেশে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ৯৫টিতে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) মোঃ হেলাল উদ্দিন মঙ্গলবার নতুন তিন বিশ্ববিদ্যালয় অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঢাকার কেরানীগঞ্জে স্থাপনের জন্য অনুমোদন পেয়েছে ‘রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়’। এর প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। বিশ্ববিদ্যালয়টির ইংরেজী নাম হবে ‘টেগোর ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টস’। নতুন অনুমোদন পাওয়া ‘ইউনিভার্সিটি অব গ্লোবাল ?ভিলেজ’ হবে বরিশালে। এর উদ্যোক্তা হিসেবে রয়েছেন বরিশালের বেসরকারী ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ইমরান চৌধুরী। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আওয়ামী লীগের কয়েক কেন্দ্রীয় নেতা জড়িত আছেন। নারায়ণগঞ্জে স্থাপিত হবে ‘রূপায়ণ এ কে এম শামসুজ্জোহা বিশ্ববিদ্যালয়’। এর উদ্যোক্তা হিসেবে নাম রয়েছে লিয়াকত আলী খানের। অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেয়ার পর তিনটি বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দিয়ে মন্ত্রণালয় আদেশ জারি করছে। বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন থেকেই প্রশ্ন তোলা হচ্ছে। এর মধ্যেই আগের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগ হচ্ছে আরও তিনটি। গত ৫ জানুয়ারি এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানান, সরকারের বেঁধে দেয়া শর্ত পূরণ না করে বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো বেশি দিন চলতে পারবে না। যেসব বেসরকারী বিশ্ববিদ্যালয় পরিচালনার সাত বছর পার করেছে তাদের গত ১৫ সেপ্টেম্বরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে স্থানান্তরে শিক্ষা মন্ত্রণালয় চতুর্থ দফায় সময় বেঁধে দিয়েছিল। তবে সরকারের এই নির্দেশনা মেনে সাত বছর ধরে ক্যাম্পাস পরিচালনা করছে এমন ৫২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৭টি সম্পূর্ণভাবে নিজস্ব ক্যাম্পাসে গেছে, ২৭টি আংশিক স্থানান্তর করেছে। শর্তানুযায়ী, নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়াকৃত ভবন থাকতে হবে। এছাড়া কমপক্ষে তিনটি অনুষদের অধীনে ছয়টি বিভাগ খোলা ছাড়াও নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে পর্যাপ্ত শ্রেণীকক্ষ, গ্রন্থাগার, গবেষণাগার এবং শিক্ষার্থীদের জন্য কমনরুম ও সেমিনারসহ পর্যাপ্ত অবকাঠামো রাখতে বলা হয়েছে। উল্লেখ্য, গত ১০ জানুয়ারি ঢাকায় দুটি, চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া ও মানিকগঞ্জে একটি করে মোট ছয়টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেয় সরকার। শাহজালালে এক যুবকের পেট থেকে বের হলো ১০টি সোনার বার স্টাফ রিপোর্টার ॥ খোরশেদ ভেবেছিলেন-কাস্টমস হলে গিয়ে জোরে একটা ধমক দিলেই সবাই ভ্যাবাচ্যাকা খেয়ে তাকে ছেড়ে দিবেন। কিন্তুু দেখলেন-এতেও কাজ হয়নি। ধমক দেয়ার সঙ্গে সঙ্গেই তাকে হ্যান্ডকাপ পড়তে হলো। তারপর টয়লেটে নিয়ে গিয়ে যখন বলা হলো, দিয়ে দেন মানে মানে, সব সোনা। নইলে বিপদ। তাতেই কাজ হয় । মঙ্গলবার খোরশেদের পেট থেকে বের করে আনা হয় একে একে দশটি সোনার বার। জঙ্গীবাদ নির্মূলে সরকার ব্যর্থ ॥ রিজভী স্টাফ রিপোর্টার ॥ জঙ্গীবাদ নির্মূলে সরকার ব্যর্থ বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, খুনীদের রেহাই দেয়া হবে না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণায় আস্থা রাখতে পারছে না বিএনপি। কারণ, এ ধরনের কথা তিনি আগেও অনেকবার বলেছেন। তাই সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রীর অঙ্গীকার চতুর রাজনৈতিক কৌশল ও চরম ধাপ্পাবাজি বলে মনে হচ্ছে। মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, জঙ্গীবাদ নিয়ে সরকারের উদাসীনতা জনগণকে কৃষ্ণগহ্বরের দিকে ঠেলে দিয়েছে। এ নিয়ে জনমনে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেটাকে এড়ানোর জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মামলায় চার্জশীট দেয়ার হিড়িক পড়েছে। রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি প্রসঙ্গে রিজভী বলেন, রমজান মাসের জন্য অপরিহার্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম হাইজাম্প দিয়ে আকাশচুম্বী হয়েছে। ছোলা, বেগুনসহ কাঁচা তরিতরকারী, রসুন, চিনি, খেজুরসহ নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সরকারের লোকেরাই সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়েছে। আর এ কারণেই দ্রব্যমূল্যের ওপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। রিজভী বলেন, চট্টগ্রামে পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকা-ের পর প্রধানমন্ত্রী বলেছেন খুনীদের বিচার হবেই, ভাল কথা।
×