ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাকাণ্ড কাপুরুষোচিত ॥ নাসিম

প্রকাশিত: ০৬:৩০, ৮ জুন ২০১৬

পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাকাণ্ড কাপুরুষোচিত ॥ নাসিম

স্টাফ রিপোর্টার ॥ পুলিশ কর্মকর্তার স্ত্রীর হত্যাকা-কে ‘কাপুরুষোচিত’ অভিহিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, নিরীহ এক মহিলাকে যে উপায়ে হত্যা করা হয়েছে, তা নিঃসন্দেহ বর্বর ও কাপুরুষোচিত। কোথায় যাচ্ছি আমরা ? পুলিশ কর্মকর্তার মা হারা শিশুটি কেঁদেই চলেছে । এসব চিত্র দেখে মানুষ হত্যাকারীদের বিবেক কেন জাগ্রত হয় না? কঠোর হয়ে এই হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মঙ্গলবার রাজধানীর গুলশানে স্পেক্ট কনভেনশনে ‘জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী : বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যত পরিকল্পনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। দৈনিক সমকাল, স্বাস্থ্য অধিদফতর ও ব্র্যাক যৌথভাবে এ গোলটেবিলের আয়োজন করে। দৈনিক সমকালের নির্বাহী সম্পাদক মুস্তাফিজ শফির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ দীন মোঃ নূরুল হক, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডাঃ আবুল খায়ের মোহাম্মদ শামছুজ্জামান এবং ওয়াশ এ্যান্ড ডিইসিসি কর্মসূচীর পরিচালক ড. মোঃ আকরামুল ইসলাম । মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের ম্যালেরিয়া কর্মসূচীর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডাঃ মোকতাদির কবির। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর থেকেই স্বাস্থ্য সেক্টরকে গুরুত্ব দিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টর আজ দক্ষিণ এশিয়ার সফল মডেল হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের কারণেই এমন পর্যায়ে আসা সম্ভব হয়েছে। মোহাম্মদ নাসিম বলেন, দারিদ্র্যতা, জঙ্গী ও বিভিন্ন জটিল রোগের বিরুদ্ধে যুদ্ধ করছে বাংলাদেশ। দেশটি ইতোমধ্যে পোলিওমুক্ত হয়েছে। নির্মূলের পথে যক্ষ্মা। পৃথিবীর বিভিন্ন দেশ জিকা, এ্যাবোলা, এ্যানথ্রাক্সসহ বিভিন্ন নতুন নতুন জটিল রোগে আক্রান্ত হলেও মোকাবেলা করতে পেরেছে বাংলাদেশ। এভাবে বাংলাদেশ একদিন ম্যালেরিয়ামুক্ত হবে। জঙ্গী অর্থায়ন মামলা॥ ব্যারিস্টার শাকিলা জামিনে মুক্ত স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জঙ্গী অর্থায়নের অভিযোগে দায়ের হওয়া মামলায় দশ মাস কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ও সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা। মঙ্গলবার সন্ধ্যায় তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেয়া হয়। গত বছরের ১৮ আগস্ট ধানম-ি থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকে দায়িত্বরত কারারক্ষী সিরাজুল ইসলাম জানান, ব্যারিস্টার শাকিলা জামিনে মুক্তি পেয়েছেন। আদালত থেকে জামিনের নথিপত্র এসে পৌঁছালে তা যাচাই-বাছাইয়ের পর সন্ধ্যায় তাকে মুক্তি দেয়া হয়েছে। শাকিলার আইনজীবী এ্যাডভোকেট আব্দুস সাত্তার জানান, দুটি মামলায় ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করা হয়। পরদিন শুনানি শেষে দুই মামলায় শাকিলা ফারজানাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।
×