ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অস্বাভাবিকভাবে পণ্যের মূল্য বৃদ্ধির খবর সঠিক নয় ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৬:১৩, ৮ জুন ২০১৬

অস্বাভাবিকভাবে পণ্যের মূল্য বৃদ্ধির খবর সঠিক নয় ॥ বাণিজ্যমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ পণ্যের মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধির খবর সঠিক নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মুনিম চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাণিজ্যমন্ত্রী জানান, মুক্তবাজার অর্থনীতিতে পণ্যের মূল্য বাজার কর্তৃক নির্ধারিত হয় এবং তা চাহিদা ও সরবরাহের ওপর নির্ভরশীল। তিনি আরও জানান, রমজান উপলক্ষে কিছু পণ্যের অতিরিক্ত চাহিদা সৃষ্টি হলেও সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে কিছু পণ্য আমদানিনির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারে সংশ্লিষ্ট পণ্যের মূল্যের হ্রাসবৃদ্ধির কারণে দেশীয় বাজারে তার প্রভাব পড়েছিল। মন্ত্রী জানান, দেশীয় বাজারে পণ্য মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, এটা সঠিক নয়। ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন সময়ে সভা করা হয় এবং তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি অনুকূলে থাকবে বলে আশ্বস্ত করেছেন। এছাড়া পরিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় রাখতে পর্যাপ্ত উদ্যোগ নেয়া হয়েছে। টিসিবির ডিলাররা সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে চিনি, সয়াবিন, তেল, মসুরডাল, ছোলা ও খেজুর সাশ্রয়ী মূল্যে জনগণের কাছে বিক্রি করা হচ্ছে। সংসদ সদস্য আবদুল মতিনের প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ জানান, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের শুল্ক ও কোটামুক্ত পণ্য রফতানির সুবিধা রয়েছে। গত অর্থবছর ৩১ হাজার ২০৯ মিলিয়ন মার্কিন ডলার এবং চলতি ২০১৫-১৬ অর্থবছরের এপ্রিল পর্যন্ত ২৭ হাজার ৬৩০ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে বলে জানান তিনি। গত দুই বছরে বাণিজ্য চুক্তি হয়নি ॥ সংসদ সদস্য মো. আবদুল্লাহ’র প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ হতে বিভিন্ন পণ্য রফতানির লক্ষ্যে নতুন কোন দেশের সঙ্গে গত দুই বছরে বাণিজ্য চুক্তি হয়নি। অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশের সঙ্গে বিশ্বের ৪৫টি দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি রয়েছে। তবে চেকোসেøাভাকিয়া, ইউএসএসআর ও যুগোসøাভিয়া- এই তিনটি দেশ বিভক্ত হয়ে নতুন দেশ সৃষ্টি হওয়ার পরিপ্রেক্ষিতে উল্লেখিত দেশসমূহের সঙ্গে সম্পাদিত চুক্তিসমূহ বর্তমানে কার্যকর নেই। সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, খাদ্যপণ্যে ফরমালিন অপব্যবহার রোধে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। ফরমালিন নিয়ন্ত্রণ আইন-২০১৫ প্রণয়নের সঙ্গে সঙ্গে ফরমালিনের অপব্যবহার প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। এছাড়া আইনটি মোবাইলকোর্ট আইনের তফসিলভুক্ত করা হয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ এই আইন দুটি বাস্তবায়ন করছে। আশা করা যায়, এই আইন দুটি বাস্তবায়নের ফলে ফরমালিন ব্যবহার বন্ধ হবে।
×