ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এবার টার্গেট কিলিংয়েনিহত হলেন হিন্দু পুরোহিত

প্রকাশিত: ০৬:০৪, ৮ জুন ২০১৬

এবার টার্গেট কিলিংয়েনিহত হলেন হিন্দু পুরোহিত

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৭ জুন ॥ ঝিনাইদহে আনন্দ গোপাল গাঙ্গুলী ওরফে নন্দ ঠাকুর নামে ৭০ বছর বয়সের এক পুরোহিতকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বাইসাইকেলযোগে বের হওয়ার পর পথিমধ্যে তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। খবর পেয়ে খুলনা রেঞ্জের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ কর্মকর্তা ও হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এটা একটি টার্গেট কিলিং, বললেন কর্মকর্তারা। সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামের আনন্দ গোপাল গাঙ্গুলী ওরফে নন্দ ঠাকুর প্রতিদিনের ন্যায় বাইসাকেলযোগে পূজা অর্চনার জন্য বাড়ি থেকে বের হন। রাস্তার মাঝে মোটরসাইকেলযোগে ৩ দুর্বৃত্ত এসে তাকে মহিষা ভাগাড় বিলের মধ্যে নিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়। এলাকার নিরীহ ও শান্ত প্রকৃতির মানুষ ছিলেন নন্দ ঠাকুর। এ হত্যাকা-ের খবর পেয়ে প্রশাসনসহ এলাকার নারি-পুরুষ ছুটে যান ঘটনাস্থলে। সবার মধ্যে যেন এক অজানা আতঙ্ক বিরাজ করছে। তারা কেউই বলতে পারছে না কি কারণে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। তবে এটা একটি টার্গেট কিলিং বলে মনে করছেন অনেকেই। শোকের মাতম চলছে নিহতের বাড়িতে। নিহতের ভাতিজা দিনবন্ধু গাঙ্গুলী এ হত্যাকা-কে একটি টার্গেট কিলিং উল্লেখ করে বলেন, আমার কাকা আনন্দ গোপাল গাঙ্গুলী একজন ভাল মানুষ ছিলেন। ঝিনাইদহ-কালীগঞ্জ এলাকার তিনি একজন নামকরা পুরোহিত। হত্যাকারীরা ৩ জন যুবক একটি মোটরসাইকেলে ছিল, তারা রাস্তায় কয়েকবার ‘পাক’ দিয়েছে। আমার কাকা যখন রাস্তায় বের হয় তখন তারা পিছু নেয়। তারা তাকে হত্যা করে মহিষা ভাগাড় বিলের মধ্যে ফেলে যায়। তিনি আরও বলেন, তাকে কেউ হত্যা করতে পারে এমন ধারণা আমি করতে পারছি না। তাবে এটি একটি টার্গেট কিলিং। দেশের বিভিন্ন স্থানে যেভাবে খুন-খারাবি হচ্ছে এ হত্যাক-টিও তেমনই বলে আমি মনে করছি। আমরা হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি কনককান্তি দাস বলেন, আনন্দ গোপাল গাঙ্গুলী একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন। তার মতো কোন ভাল মানুষ হয় না। তাকে নৃসংশভাবে হত্যা করা হয়েছে। এ হত্যাকা- পরিকল্পিত, সরকার এবং রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করাই খুনীদের উদ্দেশ্য। বিশেষ করে এ হত্যাকা-ের কারণে এ অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গণহারে ভারতে চলে যাবে, এতেই হত্যাকারীরা সফল হবে, এ উদ্দেশ্য নিয়েই হয়তো তারা হত্যাকা-টি ঘটিয়েছে। নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন জানান, আমাদের এলাকায় এত ভাল মানুষ হয় না। তাকে যারা হত্যা করেছে তারা অত্যন্ত ঘৃণ-জঘন্য ব্যক্তি। নতুন করে যাতে এ ধরনের হত্যাকা- আর না ঘটে এই দাবি আমাদের। নিহতের বড় ছেলে অরুন গোপাল গাঙ্গুলী বলেন, আমার বাবা কোন ঝামেলায় থাকতেন না। তিনি ধর্মের কাজ করতেন। বাড়ি-বাড়ি, গ্রামে-গ্রামে পূজা অর্চনা করে বেড়াতেন। আমার জানামতে তার কোন শত্রু নেই। কিন্তু কারা কেন আমার বাবাকে হত্যা করল তা বলতে পারছি না। নিহতের শিষ্য তপন দেব রায় বলেন, আনন্দ গোপাল গাঙ্গুলীর কাছে আমি শিষ্যত্ব গ্রহণ করছিলাম। পূজা-অর্চনা কিভাবে করতে হবে তিনি আমাকে হাতে-কলমে শিখিয়েছেন। তিনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ ছিলেন। এমন মানুষকে কেউ হত্যা করতে পারে আমি বিশ্বাস করতে পারছি না। ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল বলেন, মঙ্গলবার সকালে আনন্দ গোপাল পাশের নলডাঙ্গা পূজা মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন। মোটরসাইকেলযোগে ৩ দুর্বৃত্ত এসে পথিমধ্যে তার গতিরোধ করে। দুর্বৃত্তরা তাকে প্রথমে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। সে সময় তিনি মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে বিলের মধ্যে ফেলে রেখে যায়। জঙ্গী গোষ্ঠী এ হত্যাকা- ঘটিয়ে থাকতে পারে বলে তিনি জানান। ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থলে যায়। হত্যাক-টি খুবই হৃদয়বিদারক, যা মেনে নেয়া যায় না। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বিভিন্ন স্থানে যে ধরনের ঘটনা ঘটছে, ঘটনার ধরন দেখে তা একই রকম মনে হচ্ছে। দ্রুত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেফতারের ব্যবস্থা নেয়া হবে। খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান দুপুর ২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যারা ভুলুন্ঠিত করতে চায়, সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে চায়, যারা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে চায় তারাই এ কাজটি করেছে। তিনি বলেন, যে স্থানে হত্যাকা-টি ঘটেছে তার চারদিকে মাঠে মানুষ কাজ করছেন। তারা যদি এগিয়ে আসতেন তাহলে হত্যাকারীরা পালাতে পারত না। এটা একটি টার্গেট কিলিং। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ২০১৩ সাল থেকে যারা সংগঠিতভাবে নাশকতা সৃষ্টি করেছে, এখন বিচ্ছিন্নভাবে করছে- তাদের দ্রুত গ্রেফতার করে আইনে সোপর্দ করা হবে বলে তিনি জানান। এদিকে হত্যাকা-ের পর এলাকার মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি বা কেউ আটক হয়নি।
×