ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে অবশেষে লুই কানের নক্সা দেশে আনা হচ্ছে

প্রকাশিত: ০৯:১৯, ৭ জুন ২০১৬

প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে অবশেষে লুই কানের নক্সা দেশে আনা হচ্ছে

সংসদ রিপোর্টার ॥ অবশেষে জাতীয় সংসদ ভবন, প্রস্তাবিত আইয়ুবনগর প্রকল্পসহ দুর্লভ স্থাপত্যকর্মের ঐতিহাসিক নক্সাগুলো দেশে আসছে। যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটির আর্কাইভে সংরক্ষিত বিখ্যাত স্থপতি লুই আই কানের এ সংক্রান্ত ৮৫৩টি নক্সা আনতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার যুক্তরাষ্ট্রে গেছে। প্রতিটি নক্সার জন্য ১৯ ডলার খরচ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের অতিরিক্ত সচিব (আপিএ) আ ই ম গোলাম কিবরিয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। এ প্রতিনিধি দলে অন্যদের মধ্যে রয়েছেনÑ স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (উন্নয়ন শাখা-৯) অধিশাখা মোঃ মনিরুজ্জামান, গণপূর্ত অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব ও স্থাপত্য অধিদফতরের সহকারী স্থপতি সাইকা বিনতে আলম। নক্সা নিয়ে শীঘ্রই তাদের দেশে ফেরার কথা রয়েছে।
×