ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঢাকার বাইরে অন্যান্য শহরেও ভারত ভিসা ক্যাম্প করবে

প্রকাশিত: ০৯:১৮, ৭ জুন ২০১৬

ঢাকার বাইরে অন্যান্য শহরেও ভারত ভিসা ক্যাম্প করবে

দ্রুত ও সহজে ভিসা পেতে ভারত রাজধানীর বাইরে অন্যান্য নগরীতেও ‘ঈদ ভিসা ক্যাম্প’ স্থাপন করবে। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবধর্ন শ্রিংলা সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন। খবর বাসসর। বৈঠকে শ্রীংলা ঈদ ভিসা ক্যাম্প সংক্রান্ত কর্মকা- সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে বলেন, ঈদ-উল-ফিতরের আগে ভিসা দিতে বাংলাদেশে এই প্রথমবারের মতো ভিসা ক্যাম্প করা হলো। ক্যাম্পের প্রথম দিনেই ছয় হাজার ভিসা ইস্যু করা হয়েছে। ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে এ উদ্যোগ নেয়া হয় বলে তিনি রাষ্ট্রপতিকে জানান। বৈঠকে হাইকমিশনার বলেন, দু’দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে আগরতলা-আখাউড়া রেললাইন নির্মাণ করা হচ্ছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ দু’দেশের মধ্যে যোগাযোগ উন্নয়নে উদ্যোগ নেয়ার প্রশংসা করে বলেন, এ ধরনের যোগাযোগ বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
×