ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাধারণ বিজ্ঞান

প্রকাশিত: ০৭:০৯, ৭ জুন ২০১৬

সাধারণ বিজ্ঞান

১. কোনগুলো বিদেশী অব্যয় পদের উদাহরণ? ক) অতএব, সুতরাং খ) পুনশ্চ, নিমিত্ত গ) আলবত, মারহাবা ঘ) হঠাৎ, দৈবাৎ ২. ‘খোকাকে তুমি কাঁদিয়ো না’- বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে? ক) সমধাতুজ খ) সকর্মক গ) প্রযোজক ঘ) যৌগিক ৩. কোনটির লিঙ্গান্তর হয় না? ক) বেয়াই খ) সাহেব গ) কবিরাজ ঘ) সঙ্গী ৪. কোন কালে বাংলা অনুজ্ঞার ব্যবহার নেই? ক) বর্তমান খ) অতীত গ) ভবিষ্যৎ ঘ) ঘটমান অতীত ৫. পদ প্রথমত দুই প্রকার; যথা- ক) বিশেষ্য ও বিশেষণ খ) সব্যয় ও অব্যয় গ) নাম ও ক্রিয়া ঘ) অব্যয় ও ধন্যাত্মক অব্যয় ৬.‘যাকিছু হারায়, গিন্নি বলেন, কেষ্টাবেটাই চোর’- এখানে ‘হারায়’ কোন ধাতু? ক) নাম ধাতু খ) সংযোগমূলক ধাতু গ) কর্মবাচ্যের ধাতু ঘ) ভাববাচ্যের ধাতু ৭. অনুসর্গ অব্যয় আর কোন নামে পরিচিত? ক) পদান্বয়ী অব্যয় খ) অনুকার অব্যয় গ) অনন্বয়ী অব্যয় ঘ) নিত্য সম্বন্ধীয় অব্যয় ৮. ঔ + উ = আব্ + উ - এ সূত্র প্রয়োগে সন্ধি হয়েছে কোনটির? ক) পাবক খ) নাবিক গ) ভাবুক ঘ) গায়ক ৯. সন্ধির বিসর্গ লোপ হয় কোন সন্ধিটিতে? ক) প্রাতঃ + কাল খ) শিরঃ + ছেদ গ) শিরঃ + পীড়া ঘ) মনঃ + কষ্ট ১০. মধ্য স্বরাগম- এর অপর নাম কী? ক) অসমীকরণ খ) বিষমীভবন গ) বিপ্রকর্ষ ঘ) সমীভবন ১১. ‘রামদা’ শব্দে ‘রাম’ কোন অর্থের সহায়ক? ক) উৎকৃষ্ট খ) তুচ্ছ গ) বড় ঘ) বিশিষ্ট ১২. বিপদ যখন আসে তখন এমনি করেই আসে। কোন কালের উদাহরণ? ক) সাধারণ বর্তমান খ) সাধারণ ভবিষ্যৎ গ) ঘটমান বর্তমান ঘ) নিত্যবৃত্ত অতীত ১৩. কোনটি তুর্কি শব্দ? ক) রিক্সা খ) চাহিদা গ) দারোগা ঘ) খদ্দর ১৪. অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে কোন কাল বলা হয়? ক) নিত্যবৃত্ত অতীতকাল খ) পুরাঘটিত অতীতকাল গ) ঘটমান অতীতকাল ঘ) সাধারণ অতীতকাল ১৫. ‘এ এক বিরাট সত্য’- এখানে ‘সত্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে? ক) বিশেষ্যরূপে খ) অব্যয়রূপে গ) বিশেষণরূপে ঘ) বিশেষণের বিশেষণরূপে ১৬. কোনটি নিত্যবৃত্ত অতীতের উদাহরণ? ক) সাতাশ হতো যদি এক শ’ সাতাশ খ) আমি সমিতিতে ২৫ টাকা চাঁদা দিয়েছিলাম গ) তোমার যা খুশি কর, আমি বিদায় হলাম ঘ) প্রদীপ নিভে গেল ১৭. চৎড়ঃযবংরং - অর্থ হলো- ক) মধ্যস্বরাগম খ) আদি স্বরাগম গ) অন্ত্যস্বরাগম ঘ) অপিনিহিতি ১৮. কোন বাক্যটিতে নির্দেশক ভাব প্রকাশ পেয়েছে? ক) আপনি কি আসবেন খ) মিথ্যা বলবে না গ) শিক্ষককে মান্য করবে ঘ) মানুষ হও ১৯. কোন বাক্যটি অধিক যোগ্যতাসম্পন্ন? ক) কদম ফুলের নাম কদম্ব খ) বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয় গ) তুমি কি আশ্চর্য ঘ) সূর্যের বালু ঘড়ি ২০. ‘দীপ্তি পাচ্ছে এমন’- এক কথায় কী? ক) দেদীপ্যমান খ) দীপ্তিময় গ) দীপ্যমান ঘ) দেদীপ্যমান ২১. ‘দুধ থেকে দই হয়’- এখানে ‘দুই থেকে’ কোন অর্থে অপাদান? ক) হীত খ) জাত গ) বিচ্যুত ঘ) আরম্ভ ২২. সব্যয় পদ কত প্রকার? ক) তিন প্রকার খ) দু’প্রকার গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার ২৩. ‘প্রতি’ কোন ভাষার উপসর্গ? ক) সংস্কৃত খ) আরবি গ) ফারসি ঘ) বাংলা ২৪. ‘জ্বর’- এর সঙ্গে কোন শব্দের দ্বিরুক্তিতে ‘সামান্য’ অর্থ প্রকাশ পায়? ক) জারি খ) বিকার গ) জ্বর ঘ) ব্যাধি ২৫. ‘যে পরিশ্রম করে, সে-ই সুখলাভ করে’ - এটি কোন বাক্য? ক) সরল বাক্য খ) মিশ্র জটিল বাক্য গ) যৌগিক বাক্য ঘ) খ- বাক্য ২৬. দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন? ক) তৎপুরুষ খ) দ্বন্ধ গ) কর্মধারয় ঘ) অব্যয়ীভাব সঠিক উত্তর: ১. (গ) ২. (গ) ৩. (গ) ৪. (খ) ৫. (খ) ৬. (গ) ৭. (ক) ৮. (গ) ৯. (খ) ১০. (গ) ১১. (গ) ১২. (ক) ১৩. (গ) ১৪. (ক) ১৫. (ক) ১৬. (ক) ১৭. (খ) ১৮. (ক) ১৯. (খ) ২০. (ক) ২১. (ক) ২২. (গ) ২৩. (ক) ২৪. (গ) ২৫. (খ) ২৬. (গ)
×