ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২ সচিবসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

প্রকাশিত: ০৭:০৬, ৭ জুন ২০১৬

২ সচিবসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

স্টাফ রিপোর্টার ॥ দেশের সকল সরকারী ও বেসরকারী হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রে গুরুতর আহতদের জরুরী চিকিৎসা সেবার বিষয়ে আদালতের আদেশ সঠিকভাবে পালন না করায় স্বাস্থ্য ও সড়ক পরিবহন সচিবসহ তিন জনের বিরুদ্ধে আদালত অবমানার রুল জারি করেছে হাইকোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন। নারী সাংবাদিকের সঙ্গে অশালীন ব্যবহার করায় জেল কোর্ট রিপোর্টার ॥ এক নারী সাংবাদিকের সঙ্গে অশালীন ব্যবহারের দায়ে এক বখাটে যুবককে তিন বছরের সশ্রম কারাদ- দিয়েছে ঢাকার একটি আদালত। দ-িত মাহাবুব হাসান রুমী রাজধানীর ২৩/ক উত্তর মুগদাপাড়ার বাসিন্দা। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল সোমবার এই রায় দেন। বিএসএমএমইউর জন্য অতিরিক্ত ৪শ’ কোটি টাকা বিশেষ বরাদ্দ দাবি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সোমবার দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আলী আসগর মোড়ল, পরিচালক ছিদ্দিকুর রহমান ভূঁঞা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×