ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ত্রিদেশীয় ওয়ানডে, অস্ট্রেলিয়া-দ. আফ্রিকা ম্যাচ আজ

অসি স্পিনে ধরাশায়ী উইন্ডিজ

প্রকাশিত: ০৬:৫০, ৭ জুন ২০১৬

অসি স্পিনে ধরাশায়ী উইন্ডিজ

স্পোর্টস রিপোর্টার ॥ এক ম্যাচের ব্যবধানে মুদ্রার দুই পিঠ দেখল ওয়েস্ট ইন্ডিজ। স্পিনারদের দুরন্ত নৈপূণ্যে পরাক্রমশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ঘরের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করেছিল জেসন হোল্ডারের দল। সেই তারাই পরশু ধরাশায়ী হলো অস্ট্রেলীয় স্পিনারদের কাছে। গায়ানায় ৩২.৩ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। জবাবে ডেভিড ওয়ার্নারের হাফ সেঞ্চুরির (৫৫*) ওপর ভর করে ২৫.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। গুরুত্বপূর্ণ তিন উইকেট তুলে নিয়ে ‘নায়ক’ অফস্পিনার নাথান লেয়ন, তরুণ লেগস্পিনার এ্যাডাম জাম্পাও নিয়েছেন সমান সংখ্যক উইকেট। ৬ উইকেটের সহজ জয় পাওয়া স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ আজ দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারেই ওপেনার আন্দ্রে ফ্লেচারকে (৪) হারায় ক্যারিবীয়রা। এরপর হাল ধরেন আরেক ওপেনার জনসন চার্লস ও ড্যারেন ব্রাভো। এই দু’জন স্কোর ৫০-এ নিয়ে যান। ১২তম ওভারের প্রথম বলে ড্যারেন ব্রাভো (১৯) উইকেট পতনের খাতায় নাম লেখালে ভাঙ্গে ৪৪ রানের জুটি। দলীয় ৯১ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। এরপর বাকি দুই উইকেটের কল্যাণে ১১৬ রান পর্যন্ত যেতে সমর্থ হয় স্বাগতিকরা। টি২০র বিশ্বচ্যাম্পিয়নরা গুটিয়ে যায় ৩২.৩ ওভারে। ক্যারিবীয়দের অল্প রানে বেঁধে রাখতে মুখ্য ভূমিকা রাখেন নাথান লেয়ন, এডাম জাম্পা ও মিচেল স্টার্ক। তিন জনে মিলে ৮ উইকেট শিকার করেন। লেয়ন ও জাম্পা ৩টি করে এবং ইনজুরি কাটিয়ে ফেরা পেসার স্টার্ক ২ উইকেট শিকার করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জনসন চালর্স সর্বোচ্চ ২২ রান করেন। এছাড়া কালোর্স ব্র্যাথওয়েটের ব্যাট থেকে আসে ২১ রান। জবাবে সূচনাটা ভালই করেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও এ্যারন ফিঞ্চ। ৪৬ বলে ৪৪ রানের সূচনা এনে দেন তারা। ফিঞ্চ (১৯) আউট হলে ওয়ার্নারের সঙ্গে জুটি বাঁধেন উসমান খাজা। এই জুটিও ওয়েস্ট উইন্ডিজ বোলারদের ওপর কর্তৃত্ব বজায় রাখেন। যোগ করেন ৪১ রান। ফলে অস্ট্রেলিয়ার ম্যাচ জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। অবশ্য দলীয় ৮৫ থেকে ৯২ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচে সাময়িক উত্তেজনার জন্ম দিয়েছিল ক্যারিবীয়রা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন সদ্য আইপিএলের শিরোপা জয়ী সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক। ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম হাফ-সেঞ্চুরি তুলে ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি। ছিল ৩টি চার ও ১টি ছক্কার মার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে স্পিনার সুনীল নারাইন ৩৬ রানে ২ উইকেট নেন। প্রোটিয়াদের বিপক্ষে আগের ম্যাচে ক্যারিয়ারসেরা বোলিংয়ের পথে যিনি ২৭ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। ইউরোতে সন্ত্রাসী হামলার আশঙ্কা! স্পোর্টস রিপোর্টার ॥ দিনকয়েক বাদেই ফ্রান্সে শুরু হবে ইউরো চ্যাম্পিয়নশিপ। এ আসরটিকে ঘিরে আগে থেকেই আছে সন্ত্রাসী হামলার আশঙ্কা। এ আশঙ্কা যে অমূলক না সেটি জানিয়েছে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস। অন্তত ১৫টি সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী এক ফরাসী নাগরিককে আটকের পর এমন তথ্য জানিয়েছে ইউক্রেন। মে মাসে পোল্যান্ড-ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চল থেকে ফরাসী নাগরিককে আটক করেন ইউক্রেনের নিরাপত্তাকর্মীরা। সে সময় তার কাছে পাওয়া যায় পাঁচটি রাইফেল, পাঁচ হাজারেরও বেশি বুলেট, দুটি এ্যান্টি-ট্যাঙ্ক গ্রেনেড লঞ্চার ও ১২৫ কেজি টিএনটি (বিস্ফোরক)। ফ্রান্সের সরকারের বিভিন্ন সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তিনি এ হামলার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন ইউক্রেন সিকিউরিটি সার্ভিসের প্রধান ভাসল গ্রাটস্ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ফরাসী এই নাগরিক তার সরকারের বিভিন্ন পদক্ষেপ, ইসলাম ও বিশ্বায়নের প্রসার, গণঅভিবাসন ইত্যাদি নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে। ইউরো চ্যাম্পিয়নশিপের আগ দিয়ে ও এ আসর চলার সময় আমরা অন্তত ১৫টি সন্ত্রাসী হামলা বন্ধ করতে সক্ষম হয়েছি।
×