ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের বোলিং কোচ হতে আকিবের অপারগতা

প্রকাশিত: ০৬:৫০, ৭ জুন ২০১৬

বাংলাদেশের বোলিং কোচ হতে আকিবের অপারগতা

স্পোর্টস রিপোর্টার ॥ সদ্যই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচের পদ শূন্য হয়েছে। জিম্বাবুইয়ের সাবেক পেসার হিথ স্ট্রিক দায়িত্ব ছেড়েছেন। নতুন বোলিং কোচের সন্ধান করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বেশি আগ্রহী ছিল পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদের প্রতি। তাঁকে আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হবে- রবিবার এমনটাই জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু আকিব জাভেদ নিজেই তেমন আগ্রহী নয় বাংলাদেশের দায়িত্ব নিতে। এমনটাই দাবি করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম। স্ট্রিক দায়িত্ব ছাড়বেন এমন গুঞ্জন বাতাসে ভাসার পর থেকেই বিসিবি নতুন বোলিং কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছিল। নিজেদের পছন্দ অনুসারে বেশ কয়েকজনের সংক্ষিপ্ত একটি তালিকাও করে বিসিবি। সে তালিকায় ওপরের দিকে ছিলেন ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদ, আকিব জাভেদ, শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস ও চম্মকা রামানায়েকে, শেন জার্গেনশন। কিন্তু প্রসাদ আগেই নিজের অনাগ্রহ প্রকাশ করেন। এরপর আকিবের দিকেই মূলত দৃষ্টি ছিল বিসিবির। এ বিষয়ে পাপন রবিবার বলেন,‘আমরা আকিব জাভেদের প্রতি নিজেদের সংযোগ করেছি। আমাদের সিইও নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন অচিরেই তার কাছ থেকে হ্যা অথবা না যেকোন একটি উত্তর পেয়ে যাব।’ সেই উত্তরটা বেশ দ্রুতই পাওয়া গেল। আকিব নিজে থেকেই জানিয়েছেন এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্ব নেয়ার ক্ষেত্রে আগ্রহী নয় তিনি। পাকিস্তানের একটি দৈনিক দাবি করেছে আকিব এ বিষয়ে বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে বোলিং কোচের পদে নিয়োগ করার প্রস্তাব দিয়েছিল।
×