ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নতুন ঠিকানার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সুইডিশ স্ট্রাইকার

আজ বোমা ফাটাবেন ইব্রা!

প্রকাশিত: ০৬:৪৮, ৭ জুন ২০১৬

আজ বোমা ফাটাবেন ইব্রা!

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রান্সের শীর্ষ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) থেকে সদ্যই বিদায় নিয়েছেন জ¬ালাতান ইব্রাহিমোভিচ। তবে ৩০ জুন থেকেই ক্লাবের সঙ্গে সবধরনের চুক্তির মেয়াদ শেষ হবে তার। ফ্রেঞ্চ লীগ ওয়ানের পর নতুন করে কোথায় ঠিকানা গড়বেন সুইডিশ স্ট্রাইকার। গত কয়েক সপ্তাহ ধরেই তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা। ইংল্যান্ডের গণমাধ্যমে তো জোর গুঞ্জন, পরবর্তী মৌসুমে ইব্রাহিমোভিচকে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়েই দেখা যাবে। তবে মুখ খোলেননি ইব্রাহিমোভিচ। এখন পর্যন্ত সবকিছুই গোপন রেখেছেন তিনি। তবে গোপন সব রহস্যের উন্মোচন ঘটাবেন আজ। আনুষ্ঠানিকভাবেই ঘোষণা দেয়ার কথা জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই সুইডিশ স্ট্রাইকার। আজকের বোমা ফাটানোর বিষয়ে কিংবদন্তি ইব্রাহিমোভিচ বলেন, ‘৭ জুন বড় এক ঘোষণা আসবে। গ্রীষ্মকালীন দলবদলে এটাই সবচেয়ে বড় বোমা। অনুভূতিটা খুব ভাল। ভালর চেয়েও ভাল। এই ঘোষণায় অনেক কিছুই ঘটতে পারে। আশা করি আপনারা সকলেই তা উপভোগ করবেন।’ টানা দুই মৌসুমে বাজে পারফরমেন্সের খেসারত দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের চাকরি হারিয়েছেন লুইস ভ্যান গাল। ডাচ কোচের উত্তরসূরি হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে নতুন করে জায়গা দখল করেছেন জোশে মরিনহো। আর ম্যানইউকে নতুন করে সাজানোর দায়িত্ব নেয়ার পর ইব্রাহিমোভিচই নাকি প্রথম পছন্দ স্পেশাল ওয়ানের। ইউরোপিয়ান ফুটবলে এর আগেও একসঙ্গে দেখা গেছে মরিনহো-ইব্রাহিমোভিচকে। ২০০৮-০৯ মৌসুমে তাঁরা দুজনেই ছিলেন ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে। সেবার ইব্রাহিমোভিচের দুর্দান্ত পারফরমেন্সের সৌজন্যেই ইতালিয়ান লীগ জিতেছিল ইন্টার মিলান। দীর্ঘ ১৭ বছরের পেশাদারি ক্যারিয়ার ইব্রাহিমোভিচের! ফুটবল আকাশে এখনও উজ্জ্বল তারাদের একজন। ইউরোপের প্রায় সব বড় লীগেই খেলেছেন তিনি। আর ইব্রাহিমোভিচ যেখানেই খেলেছেন, সেখানেই লীগ শিরোপা জিতেছেন। আয়াক্স, ইন্টার মিলান, জুভেন্টাস, বার্সিলোনা, এসি মিলান ঘুরে সর্বশেষ পা রেখেছিলেন ফরাসী ক্লাব পিএসজিতে। সেখানে টানা চার মৌসুমেই ক্লাবকে লীগ শিরোপা উপহার দেন তিনি। ইউরোপিয়ান ফুটবলের নতুন শক্তির দল হিসেবে পিএসজিকেও প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তবে ছয় ফুট পাঁচ ইঞ্চি উচ্চতার এই স্ট্রাইকার এখন পর্যন্ত ইংল্যান্ডের কোন ক্লাবের হয়ে খেলেননি। ক্যারিয়ারের শেষ মুহূর্তে তাই প্রিমিয়ার লীগেই কী মন টানছে ইব্রার! নিজের ক্যারিয়ারটাকে আরও বর্ণিল করে তোলার জন্য ইব্রাহিমোভিচ ম্যানচেস্টার ইউনাইটেডে আসার প্রস্তাবটা লুফেও নিতে পারেন বলে মনে করছেন ফুটবলবোদ্ধারা। তবে আসলেই কী ওল্ড ট্র্যাফোর্ডে যাচ্ছেন ইব্রা! নাকি ফাটাবেন ভিন্ন কোন বোমা? আনুষ্ঠানিক ঘোষণার আগে অবশ্য ভক্ত-অনুরাগীরা তা জানতে পারছেন না।
×