ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৬ কোটি টাকার বিলাসবহুল গাড়িসহ ২২০ কার্টন সিগারেট জব্দ

প্রকাশিত: ০৬:১৮, ৭ জুন ২০১৬

চট্টগ্রামে ৬ কোটি টাকার বিলাসবহুল গাড়িসহ ২২০ কার্টন সিগারেট জব্দ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ঘোষণার ব্যত্যয় ঘটিয়ে ইংল্যান্ড থেকে আমদানি করা প্রায় ৬ কোটি টাকা মূল্যের বিলাসবহুল একটি গাড়ি চট্টগ্রাম বন্দরে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সোমবার বন্দর ইয়ার্ডে গাড়িটি আটক করা হয়। একই দিন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা হয়েছে ২২০ কার্টন বিদেশী সিগারেট। এ চালানটি আসে সংযুক্ত আরব আমিরাতের শারজা থেকে। কাস্টমস সূত্রে জানা যায়, ইংল্যান্ড থেকে ‘রেঞ্জ রোভার’ ব্র্যান্ডের এই দামী গাড়িটি আমদানি করেন ঢাকার রিয়াজ মোহাম্মদ খান নামের এক ব্যক্তি। গাড়িটি চট্টগ্রাম বন্দর ১ নম্বর ইয়ার্ডে রাখা ছিল। শুল্ক গোয়েন্দা বিভাগের সন্দেহ হলে সোমবার সকালে কায়িক পরীক্ষা করা হয়। এতে দেখা যায় ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপপরিচালক শামীমুর রহমান জনকণ্ঠকে জানান, ঘোষণায় উল্লেখ করা ছিল ২০১৩ মডেলের ৩ হাজার সিসি গাড়ি। কিন্তু কায়িক পরীক্ষায় দেখা যায় আনা হয়েছে ২০১৪ মডেলের ৫ হাজার সিসি গাড়ি। শুল্কসহ গাড়িটির বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা। আমদানিকারক যদি ছাড়িয়ে নিতে সক্ষম হতেন তাহলে অন্তত ৫ কোটি টাকার শুল্ক ফাঁকি হতো। গাড়িটি খালাসের জন্য কোন ক্লিয়ারিং এজেন্ট নিয়োগ করা হয়নি। আমদানিকারক রিয়াজ মোহাম্মদ খানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদিকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকালে জব্দ করা হয়েছে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ২২০ কার্টন বিদেশী সিগারেট। দুই যাত্রী লাগেজে এই সিগারেটগুলো আনে সংযুক্ত আরব থেকে।
×