ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হারফি আসছে বাংলাদেশে

প্রকাশিত: ০৪:২৯, ৭ জুন ২০১৬

হারফি আসছে বাংলাদেশে

বাংলাদেশের বাজার ধরতে এবার এগিয়ে এসেছে সৌদির ফাস্ট ফুড কোম্পানি হারফি। এ ব্যাপারে প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী, আগামী কয়েক বছরে বাংলাদেশে হারফির ৩০টি আউটলেট চালু হবে। তবে এ বছরই হারফির প্রথম রেস্টুরেন্ট চালু হবে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বেসরকারী খাতে এই চুক্তি প্রথম কোন উদ্যোগ। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। কারণ বাংলাদেশের অর্থনীতি এখন দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। সেই সঙ্গে বহির্বিশ্বের সঙ্গেও দেশটি নতুন সম্পর্ক তৈরি করছে। হারফি এখন সৌদি আরবের একটি বড় ফাস্ট ফুড চেইন কোম্পানি। এছাড়া মধ্যপ্রাচ্যের বাজারেও এর অবস্থান অনেকটা দৃঢ়। -অর্থনৈতিক রিপোর্টার সাভার পৌরসভার ১২৩ কোটি টাকার বাজেট ঘোষণা সাভার পৌরসভার ২৬তম বাজেট ঘোষণা করা হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরের ১২৩ কোটি ৩২ লাখ ৫১ হাজার ১৪৮ টাকার এ বাজেট ঘোষণা হয়। সোমবার দুপুরে সাভার গেন্ডার পৌরসভা প্রাঙ্গণে পৌর মেয়র হাজী আব্দুল গণি এ বাজেট উপস্থিত সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের সামনে ঘোষণা করেন। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১২২ কোটি ৫৬ লাখ ৬ হাজার ৭১৩ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৭৬ লাখ ৪৪ হাজার ৪৩৫ টাকা। বাজেট ঘোষণার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান। বাজেট ঘোষণা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফ উদ্দিন আহামদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইমাম, সচিব শিকদার মোঃ আব্দুর রবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। -নিজস্ব সংবাদদাতা, সাভার
×