ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আলোচনা সভায় বক্তারা

জনগণের মাথায় করের বোঝা বাড়বে

প্রকাশিত: ০৪:২৮, ৭ জুন ২০১৬

জনগণের মাথায় করের বোঝা বাড়বে

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রস্তাবিত বাজেটকে ‘দিবাস্বপ্ন’ উল্লেখ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, এতে জনগণের মাথায় করের বোঝা অনেক বেশি হবে। যা এনবিআর সফলভাবে তুলতে পারবে না। ফলে জিডিপিও ৭ দশমিক ২ শতাংশ পূরণ হবে না। সোমবার রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘রিট্রোসপেক্টিভ অন বাজেট’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ড. ইসলাম আরও বলেন, বাজেটে সরকারের অনেক বিষয় সাংঘর্ষিক। এতে রাজস্ব আহরণের যে টার্গেট ধরা হয়েছে, তা কখনও পূরণ হওয়ার না। এনবিআরের সে সক্ষমতাও নেই। জনগণের মাথায় বেশি করের বোঝ চাপলে কাক্সিক্ষত বিনিয়োগ আসবে না। ফলে বাজেট বাস্তবায়নও হবে না। ২০১৬-১৭ অর্থবছরের তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে সরকার, যা গত অর্থবছরে ছিলো দুই লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা। নতুন অর্থবছরের বাজেট গত অর্থবছরের মূল বাজেটের চেয়ে ৪৫ হাজার ৫০৫ কোটি টাকা বেশি। রাজস্ব লক্ষ্যমাত্রা ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা এবং প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের সাবেক গবর্নর সালেহ উদ্দিন আহমেদ অভিযোগ করেন, প্রস্তাবিত বাজেটে জনগণের ওপর করের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। অথচ রাষ্ট্রায়ত্ত ১১২টি সংস্থা আছে যেখান থেকে ১ লাখ ৯২ হাজার কোটি টাকা আদায় করা যায়, সে বিষয়ে কোন পদক্ষেপ নেই। এগুলো আদায়ের কোন নামগন্ধ নেই। শুধু জনগণের পকেট থেকে কিভাবে আদায় করা যায় সে ব্যাপারে ব্যস্ত সরকার। তিনি আরও বলেন, শিক্ষায় বরাদ্দ দেয়া হয়েছে বাজেটের প্রায় ১৪ শতাংশ। এটা খুব ভাল দিক। কিন্তু এ টাকার বেশিরভাগই বেতন-ভাতায় চলে যাচ্ছে। এডিবল অয়েলের ফরচুন বাসমতি চাল এখন বাজারে স্টাফ রিপোর্টার ॥ ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতকারী কোম্পানি বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল) বাজারে এনেছে প্রসিদ্ধ বাসমতি চালের ভারতীয় ব্র্যান্ড ফরচুন বাসমতি চাল। আন্তর্জাতিক জয়েন্ট ভেঞ্চার আদানি উইলমার পিটিই লিমিটেডের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান হিসেবে বিইওএল আট ধরনের ফরচুন বাসমতি চালের মধ্যে বাংলাদেশে প্রাথমিকভাবে দুই ধরনের চাল বাজারজাত করছে। সোমবার বিকেলে রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ চালের ব্র্যান্ডের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বিইওএলের রান্নাবিষয়ক রিয়েলিটি শো রূপচাঁদা-দ্য ডেইলি স্টার সুপার শেফ-২০১৬-এর চ্যাম্পিয়ন রাফিয়া আহমেদ এবং রানারআপ হাসিনা ইরফান। এ সময় বিইওএলের বিক্রয় ও বিপণন প্রধান শোয়েব মোঃ আসাদুজ্জামান ও বিপণন ব্যবস্থাপক ফয়সাল মাহমুদসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×