ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংঘর্ষে আহত ॥ ৯ দিন পর মৃত্যু

প্রকাশিত: ০৪:২২, ৭ জুন ২০১৬

সংঘর্ষে আহত ॥ ৯ দিন পর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৬ জুন ॥ আড়াইহাজারে গত ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সহিংসতায় আহত মনির হোসেন (৩২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকালে রাজধানীর ধানম-ি কিডনি জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগকান্দা ইউনিয়নের ১নং ওয়ার্ডের শম্ভুপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলকে ঘিরে মেম্বার প্রার্থী জাকির হোসেন ও মোতালিব মিয়ার সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনায় মনির হোসেনসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। নড়াইল নিজস্ব সংবাদদাতা, নড়াইল থেকে জানান, লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। সোমবার ওই ইউনিয়নের রায়গ্রাম-কলাগাছি এলাকায় এই সংঘর্ষে ঘটনা ঘটে। গুরুতর আহতদের লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে জয়-পরাজয়কে কেন্দ্র করে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায়গ্রাম-কলাগাছি এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। আওয়ামী লীগ নেতা নবনির্বাচিত চেয়ারম্যান জাহিদুল ইসলাম (স্বতন্ত্র) ও পরাজিত চেয়ারম্যান প্রার্থী ফয়জুল হক রোমের (নৌকা) প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। নওগাঁ নিজস্ব সংবাদদাতা, নওগাঁ থেকে জানান, নির্বাচনোত্তর সহিংসতায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মারপিট, পায়ের রগ কেটে হত্যার হুমকির পাশাপাশি বাড়ির খোলায় স্তূপাকারে রাখা খড়ের পালায় আগুন দিয়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করেছে পরাজিত মেম্বার প্রার্থীর লোকজন। ঘটনাগুলো পৃথকভাবে ঘটেছে নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড তেঁতুলিয়া পালপাড়া গ্রামে ও মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের রজয়পুর গ্রামে। জানা গেছে, কীর্তিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে শনিবার ষষ্ঠ দফার নির্বাচনে মেম্বার পদে ২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দু’দিন আগে থেকে মেম্বার প্রার্থী বিএনপি কর্মী জাহিদ হোসেন ছোটন তার কর্মী সমর্থকদের নিয়ে স্থানীয় সংখ্যালঘুদের ওপর হুমকি-ধমকি শুরু করে। অপর প্রার্থী ভবেশ চন্দ্র ঘোষকে ভোট দিলে জ্বালিয়ে পুড়িয়ে ভিটেমাটি ছাড়া করার হুমকিও দেয়া হয়। এদিকে শনিবারের ভোটে স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান জাহিদ হোসেন ছোটন হেরে গেলে সে বিক্ষুব্ধ হয়ে ওঠে। রবিবার রাতে তেঁতুলিয়া কলেজ মাঠে তার কর্মী-সমর্থকদের নিয়ে পিকনিকের আয়োজন করে পরাজিত প্রার্থী ছোটন। কলেজ মাঠের পূর্ব পাশেই সংখ্যালঘুদের বসবাস। ওই পিকনিক শেষে সংলগ্ন ডাঃ খুদিরাম পালের বাড়ির খোলায় খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়া হয়। ডাঃ খুদিরাম বলেন, ভবেশ চন্দ্র ঘোষের কাছে নির্বাচনে হেরে গিয়ে ছোটন তার কর্মী-সমর্থকদের নিয়ে এমন নাশকতায় মেতে ওঠে। নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আতোয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছোটন মাদক সেবী সন্ত্রাসী। ওর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরী হয়ে পড়েছে। অপরদিকে মহাদেবপুরের ভীমপুর ইউনিয়নের রজয়পুর গ্রামের সংখ্যালঘু হিন্দুদের রাস্তা অবরোধ করে মারধর করেছে ভোটে পরাজিত মেম্বার প্রার্থী রেজাউল ইসলাম। রবিবার দিনভর ওই গ্রামের সংখ্যালঘুদের অবরুদ্ধ করে রাখা হয়। অপরদিকে মান্দা উপজেলার পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদ্য অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী মাহফুজুর রহমান উজ্জ্বল সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। রবিবার সন্ধ্যার দিকে মান্দা ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় তিনি এ হামলার শিকার হন। একই ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তানজিমুল হকের ক্যাডার বাহিনী অতর্কিত এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে। আহত উজ্জ্বলকে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বেনাপোল স্টাফ রিপোর্টার, বেনাপোল থেকে জানান, বিএনপির চেয়ারম্যান প্রার্থীর ধানের শীষ প্রতীকে ভোট দেয়ায় যশোরের শার্শায় দুই সন্তানের জননী গৃহবধূকে ‘গণধর্ষণ’র অভিযোগ উঠেছে। ‘নৌকা প্রতীকের কর্মীরা’ এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি ওই গৃহবধূর। রবিবার রাতে ওই গৃহবধূকে বাড়ি থেকে ধরে পাটক্ষেতে নিয়ে এই ঘটনা ঘটানো হয়। ঘটনাটি ঘটেছে শার্শা উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামে। ধর্ষণের শিকার গৃহবধূকে সোমবার বিকেলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনাটির সত্যতা যাচাইয়ে তদন্ত করছে পুলিশ। ঠাকুরগাঁও নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও থেকে জানন, সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবু সাঈদ বাবুকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার আবু সাইদ বাবু আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুকান্ত শাহা জামিন না মঞ্জুুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গত ৭ মে চতুর্থ ধাপে অনুষ্ঠিত সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে সারাদিন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলে বেশিরভাগ কেন্দ্রে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু সাঈদ বাবুর বিজয়ের খবর ছড়িয়ে পড়লে প্রশাসন ৪ কেন্দ্রের ফলাফল প্রকাশে টালবাহানা শুরু করে। এ খবর জানতে পেরে সন্ধ্যা সাড়ে ৭টায় হাজার হাজার জনতা ফলাফল প্রকাশের দাবিতে মধুপুর ভোটকেন্দ্র ঘেরাও করে রাখে। তাদের উদ্ধারে নির্বাহী ম্যজিস্ট্রেট নাজমুল হামিদ রেজার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সেখানে গেলে উত্তেজিত জনতা তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে নির্বাহী ম্যজিস্ট্রেট নাজমুল হামিদ রেজা, র‌্যাব-১৩ এর এএসপি বসির আহম্মেদের গাড়ির কাচ ভেঙ্গে যায় এবং তারা আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব ও পুলিশ ২২ রাউন্ড শর্টগানের গুলি ও ৪ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে ফলাফল প্রকাশ না করে শহরে চলে আসে। এরপর উত্তেজিত জনতা ভোটের ফলাফল পাল্টে দেয়ার অভিযোগে মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা চালায় এবং দরজা জানালা ও চেয়ার টেবিলসহ অন্যান্য সরঞ্জাম তছনছ করে। এ ঘটনায় প্রিজাইডিং অফিসার প্রভাষক জমির উদ্দীন বাদী হয়ে আবু সাঈদ বাবুসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েক শ’ লোককে আসামি করে রুহিয়া থানায় মামলা দায়ের করে। ফরিদপুর নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, নগরকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতা ঘটানোর চেষ্টার অভিযোগে ১১ জনকে একমাস করে বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার রাতে নিজ কার্যালয়ে এ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ। নির্বাচনের পরের দিন রবিবার বিভিন্ন ইউনিয়নে নির্বাচন কেন্দ্রীক সহিংসতা সৃষ্টির চেষ্টার অভিযোগে দ-প্রাপ্তদের আটক করা হয়। রাতেই তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
×