ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনা

নারী-শিশুসহ নিহত ২০

প্রকাশিত: ০৪:২১, ৭ জুন ২০১৬

নারী-শিশুসহ নিহত ২০

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত হয়েছে ১৫ জন। একই ঘটনায় আহত হয়েছে ৩৩ জন। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর : ময়মনসিংহ ॥ ত্রিশাল পৌরসভার মুচিবাড়ির সামনে সোমবার সকালে দ্রুতগামী পিকআপ চাপায় ঘটনাস্থলেই এক নারীসহ মারা গেছে তিনজন। এ সময় আহত হয়েছে আরও ৫ জন। এদের মধ্যে গুরুতর ২ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, সকাল ৯টার দিকে ময়মনসিংহগামী পিকআপ ভ্যান মুচিবাড়ির সামনে অপেক্ষমাণ সিএনজি অটোরিক্সা ও সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে অটোরিক্সা আরোহী ফেরদৌসী খাতুন (৪৫) ও খোকন মিয়া (৪০) এবং সাইকেল আরোহী শ্যামল সূত্রধর (৫০) মারা যায়। পীরগঞ্জ, ঠাকুরগাঁও ॥ সড়ক দুর্ঘটনায় ৫ বছর বয়সী শিশু সুমাইয়া নিহত হয়েছে। সোমবার বেলা ১১টায় মধ্য গুয়াগাঁও পাকা সড়কের ওপর ইজিবাইক ঐ শিশুকে ধাক্কা দেয়। শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কে সোমবার ভোরে ঢাকাগামী ট্রাকের নিচে চাপা পড়ে আফছার আলী (৫৫) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। কালিকাপুর গ্রামের নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে গোবিন্দগঞ্জের বালুয়া বাজার যাওয়ার পথে পেছন থেকে ট্রাকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। কুমিল্লা ॥ ট্রাকের চাপায় মমতাজ বেগমসহ (৩৫) দুই অটোরিক্সাযাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ঢাকলাপাড়া-সৈয়দপুর এলাকায় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম ওই উপজেলার মোকাম ইউনিয়নের পরিহলপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের স্ত্রী। নিহত অপরজন ও আহতদের পরিচয় জানা যায়নি। রাজবাড়ী ॥ রাজবাড়ীতে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। আহতদের পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাগমারা নামক স্থানে সকালে এক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ২ জন নিহত হয়েছে। এরা হচ্ছে ভ্যানচালক সামাদ ব্যাপারী (৪৫) এবং ভ্যানের যাত্রী আব্দুর রহিম (৬৫)। এদের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাগমারা গ্রামে। ভ্যানটি বাগমারা থেকে রাজবাড়ী শহরে আসছিল। নারকেল বোঝাই ট্রাকটি বরিশাল থেকে রাজবাড়ী হয়ে কুষ্টিয়া যাচ্ছিল। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। ড্রাইভার পলাতক রয়েছে। অপর ঘটনাটি ঘটে পাংশা উপজেলার সোনাপুর মোড়ে সকাল সাড়ে ৯টার দিকে। পুলিশ জানায়, ১০/১২ নির্মাণ শ্রমিক নিয়ে একটি নছিমন রাজবাড়ী যাচ্ছিল। এ সময় সোনাপুর মোড়ের কাছে এলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সবাই আহত হয়। আহতদের পাংশা হাসপাতালে নেয়ার পথে লোকমান সরদার (৫৫) মারা যায়। টাঙ্গাইল ॥ টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার জোকারচর এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। নিহত চালক শাহিনুর রহমান বিপ্লব (৩০) রংপুর সদর উপজেলার সূত্রাপুর এলাকার বাসিন্দা। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার ভোরে এ ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। মানিকগঞ্জ ॥ পাটুরিয়া ঘাটে সোমবার সকালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত হয়েছে। আহত হয়েছে ট্রাকচালক। নিহত হেলপার রাজন মিয়া (২৬) রাজবাড়ি সদর উপজেলার খানখানাপুর গ্রামের ছাত্তার আলীর ছেলে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি আটক করা হয়েছে। গাজীপুর ॥ সোমবার কসমেটিক্স কারখানার স্টাফবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে কেয়া কসমেটিক্স কারখানার কর্মকর্তা-কর্মচারী নিয়ে বাস গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি জরুন এলাকার যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকায় ওই বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ভেতরে দিকে ঢুকে পড়লে চালক সবুজ মিয়া আটকা পড়ে। বাউফল ॥ বাউফল-লোহালিয়া সড়কের বিডিসি বাজারের কাছে সোমবার সকালে আল আমিন নামের যাত্রীবাহী পিকআপ উল্টে হেলপার আফজাল (৩৫) নিহত হয়েছেন। তিনি বাউফল সদর ইউনিয়নের গোসিংগা গ্রামের মজিবর চৌকিদারের ছেলে। কিশোরগঞ্জ ॥ দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আব্দুস সাত্তার (৬৮) নামে পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। সোমবার দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব সড়কের সদরের চৌদ্দশত বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, দুপুরের দিকে কিশোরগঞ্জ থেকে মালবাহী ট্রাক ভৈরব যাচ্ছিল। খাগড়াছড়ি ॥ পানছড়ি উপজেলায় টমটমের ধাক্কায় সিফাত হোসেন (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে উপজেলার মোহাম্মদ পুর গ্রামের বাসিন্দা আবুল কাশেমের ছেলে এবং পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাসা থেকে স্কুলের যাওয়ার সময় পানছড়ি বাজার স্কুলের সামনে ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় সিফাত হোসেন গুরুতর আহত হয়। কক্সবাজার ॥ উখিয়ার পালংখালী ও চকরিয়ায় মর্মান্তিক পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী গয়ালমারা এলাকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী ডাম্পার গাড়ি ও মাহিন্দ্রা সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেয়ার পথে ১ জন নিহত হয়েছে। চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছে। সোমবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। কেরানীগঞ্জ ॥ ঢাকা-মাওয়া মহাসড়কের হাসনাবাদ এলাকায় সোমবার সকালে সিএনজি চালক শাহীন (৩৮) ট্রাক চাপায় নিহত হয়েছে। পরে পুলিশ ধাওয়া করে ট্রাকটি আটক করে। তবে চালক পালিয়ে গেছে।
×