ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বন্যা-খরা সহনশীল পাঁচ জাতের ধান উদ্ভাবন

প্রকাশিত: ০৪:০৮, ৭ জুন ২০১৬

বন্যা-খরা সহনশীল পাঁচ জাতের ধান উদ্ভাবন

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ লবণাক্ততা, আকস্মিক বন্যা, খরা ও ঠা-াপীড়িত এলাকায় ধান উৎপাদন বাড়ানোর লক্ষ্যে গত পাঁচ বছরে ধানের পাঁচটি জাত উদ্ভাবন করেছে ইন্টিগ্রেটেড এ্যাগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি প্রজেক্ট- ব্রি কম্পোনেন্ট (আইএপিপি-ব্রি কম্পোনেন্ট)। উদ্ভাবন করা হয়েছে নয়টি ফসল ব্যবস্থাপনা প্রযুক্তি। ফলে প্রকল্প এলাকায় ব্রিডার বীজ উৎপাদনের সক্ষমতা বেড়েছে। এছাড়া শীঘ্রই খরা, বন্যা ও ঠা-া সহনশীল আরও উন্নত ধানের জাত উদ্ভাবন করা হবে, যেগুলোর অগ্রগামী কৌলিক সারিসমূহ ইতোমধ্যেই উদ্ভাবন করা হয়েছে। সোমবার গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে অনুষ্ঠিত আইএপিপি- ব্রি অঙ্গের সমাপনী কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়। কর্মশালায় কৃষি বিজ্ঞানীরা জানান, বৃহত্তর রংপুর অঞ্চলের আকস্মিক বন্যা, খরা ও ঠা-াপীড়িত রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী- এ চারটি জেলায় এবং জোয়ার-ভাটা ও লবণাক্ততাকবলিত বরিশাল অঞ্চলের ঝালকাঠি, বরিশাল, বরগুনা, পটুয়াখালী- এ চারটি জেলার ধান উৎপাদন বৃদ্ধি করার মূল উদ্দেশ্যে আইএপিপি-ব্রি কম্পোনেন্ট থেকে প্রকল্পের সহযোগিতায় গত পাঁচ বছরে ধানের পাঁচটি জাত উদ্ভাবন করা হয়েছে। উদ্ভাবিত জাতগুলো হলো- ব্রি ধান৬১, ব্রি ধান৬২, ব্রি ধান৬৫, ব্রি ধান৬৬ এবং ব্রি ধান৬৭। এছাড়াও নয়টি ফসল ব্যবস্থাপনা প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। ফলে প্রকল্প এলাকায় ব্রিডার বীজ উৎপাদনের সক্ষমতা বেড়েছে।বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে ওই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান নাসিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন- আইএপিপি’র উপ-প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) হেমায়েত উদ্দিন, এফএও-এর বাংলাদেশ প্রতিনিধি মাহমুদ হাসান, ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. শাহজাহান কবীর এবং পরিচালক (গবেষণা) ড. আনছার আলী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইএপিপি- ব্রি কম্পোনেন্ট’র প্রকল্প ব্যবস্থাপক এবং ব্রি’র উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আবদুল কাদের। মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামবাসী। সোমবার দুপুরে উপজেলার আকবর নগর গ্রামের আকবরনগর-বালুচর সংযোগ সড়কে এ মানববন্ধন করেন তারা। এ সময় পাঁচ শতাধিক নারী-পুরুষ হাতে হাত রেখে একঘণ্টা এই কর্মসূচীতে অংশ নেন। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন। মানববন্ধনকারীরা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা, নির্বাচনসহ বিভিন্ন দ্বন্দ্ব ছিল আব্দুর রব ও মমতাজউদ্দিন গংদের সঙ্গে। এরই জের ধরে মমতাজউদ্দিন গংরা মিথ্যা ধর্ষণ মামলা দেয়। তাই এই মিথ্যা মামলা প্রত্যাহার করে হয়রানির দাবি জানান তারা। তারা আরও জানান, নুপুর নামের যে গৃহবধূকে দিয়ে মিথ্যা মামলা সাজানো হয়েছে তার নাম রুবিনা বানিয়ে এবং স্বামী তাছির মিয়ার নামটির স্থলে সোহাগ হোসেন করে রাজনগর গ্রামের চারজন এবং আকবর নগর গ্রামের একজনকে আসামি মামলা করে। ছদ্মনামধারী রুবিনাকে বাদী করে ৫ জনের বিরুদ্ধে সিরাজদিখান থানায় একটি গণধর্ষণ মামলা করান। এই মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি থেকে মুক্তি পাওয়ার জন্য মমতাজউদ্দীনের অপকর্ম তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। তিন ছিনতাইকারীর রিমান্ড মঞ্জুর নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৬ জুন ॥ পূবালী ব্যাংকের সিঁড়ি থেকে গ্রাহককে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় নারীসহ গ্রেফতারকৃত তিন জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর রিমান্ড মঞ্জুর করেন। গত ২৯ মে পূবালী ব্যাংক ঝিনাইদহ শাখার সিঁড়ি থেকে রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার ফারুক হোসেনকে গুলি করে ১০ লাখ ৮ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে ফিলিং স্টেশন ম্যানেজার নারায়ণ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে সদর থানায় মামলা করেন। এ ঘটনায় শনিবার রাতে ব্যাপারীপাড়া ও টিভি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় সুজন, ইমরান এবং ইমরানের স্ত্রী রতœা খাতুনকে। উদ্ধার করা হয় ২টি মোটরসাইকেল ও ছিনতাইকৃত ৫০ হাজার টাকা। পুলিশ তাদের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করে। ককটেল বিস্ফোরণে আশুলিয়ায় আহত চার নিজস্ব সংবাদদাতা, সাভার, ৬ জুন ॥ আশুলিয়ায় অজ্ঞাত যুবকদের ককটেল নিক্ষেপে হোটেলের চার কর্মচারী গুরুতর আহত হয়েছে। এছাড়া সাভারে নবনির্বাচিত ইউপি সদস্যের বিজয় মিছিলে আতশবাজি ফুটাতে গিয়ে স্কুলছাত্র আহত হয়েছে। সোমবার সকাল ছয়টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়া থানাধীন ‘পল্লীবিদ্যুৎ’ এলাকায় ‘আমার স্কুল’ সংলগ্ন সুমাইয়া হোটেল ও সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় এ ঘটনা। খবর পেয়ে স্থানীয়রা আহতদের মুমুর্র্ষূ অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সুমাইয়া হোটেলের মালিক ইব্রাহিম জানান, সকাল ছয়টার দিকে হোটেলে রুটি বানাচ্ছিল হোটেল কর্মী ছমির, বিল্লাল, সৈকতসহ চারজন। এ সময় দুর্বৃত্তরা ওই হোটেলে ককটেল নিক্ষেপ করে মোটরসাইকেলে চেপে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণে চার কর্মচারী গুরুতর আহত হয়। অপরদিকে এদিন সকালে তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় নবনির্বাচিত ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ফিরোজ কাজলের বিজয় মিছিলে মোস্তাফিজার রহমান মাহিম নামের স্কুলছাত্র আতশবাজি ফুটাতে গেলে হাতে গুরুতর আঘাত পায়। হামলার প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেহেন্দিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল বাতেনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার সকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন মুক্তিযোদ্ধারা। পাতারহাট বন্দরের শহীদ বাবুল সড়কের তেমুহনী এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধাদের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা ও পৌর মেয়র কামাল উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতী, আব্দুল মকিম তালুকদার, শহিদ শাহ্, মুক্তিযোদ্ধার সন্তান ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক নজরুল ইসলাম, সাংবাদিক জাহিদুল বারী খোকন প্রমুখ। বক্তারা মুক্তিযোদ্ধা কমান্ডারের ওপর হামলাকারী চিহ্নিত রাজাকার শাহে আলমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। রেজাউল হত্যার দ্রুত বিচার দাবি রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজী বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকা-ে জাড়িতদের দ্রুত বিচারের আশ্বাস কার্যকর না হলে কাঠোর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছে রাবি শিক্ষক সমিতি। সোমবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম এই হুঁশিয়ারী দেন। মানববন্ধনে অধ্যাপক শাহ্ আজম বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দেয়ায় আমরা আন্দোলন স্থগিত করেছিলাম, কিন্তু তাদের আশ্বাস যদি শুধুমাত্র আশ্বাসেই সীমাবদ্ধ থাকে, তাহলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে। সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ শহীদুল্লাহ বলেন, মামলার অগ্রগতিতে আমরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারছি না। তাই সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। মানববন্ধনে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক খোন্দকার ইমামুল হক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মামুন আ. কাইয়ুম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় ইংরেজী বিভাগের শিক্ষার্থীরা সংহতি জানিয়ে মানববন্ধনে যোগ দেন। প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় বাসা থেকে মাত্র ১৫০ গজ দূরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করা হয়। খুঁটির চাপায় শ্রমিক নিহত নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ৬ জুন ॥ ভোলার চরফ্যাশন পৌর ৭ নং ওয়ার্ডে রবিবার রাতে পিডিবির বিদ্যুতের খুঁটি নেয়ার পথে ঠেলাগাড়ি উল্টে পড়ে খুঁটির চাপা পড়ে আলম (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত আলম পৌরসভা ২ নং ওয়ার্ডের কাঞ্চন মাঝির ছেলে। বিদ্যুতের দাবিতে মানববন্ধন সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৬ জুন ॥ ২০ দিন ধরে বিদ্যুত না থাকায় পীরগঞ্জ উপজেলার কোঠাপাড়া গ্রামের বাসিন্দারা বিদ্যুত সংযোগের দাবিতে সোমবার দুপুরে পীরগঞ্জ শহরে মানববন্ধন করেছে। জানা গেছে, ওই গ্রামে ২০ দিন পূর্বে বজ্রপাতে ট্রান্সফরমার নষ্ট হয়ে যায়। এলাকাবাসী গত ১৫ দিন আগে পীরগঞ্জ পল্লী বিদ্যুত জোনাল অফিসে ট্রান্সফরমার বাবদ পাঁচ হাজার টাকা জমা দেন। গত ১৫ দিন ধরে ওই গ্রামে বিদ্যুত সংযোগ না দিয়ে কর্তৃপক্ষ এলাকাবাসীকে হয়রানি করছেন বলে অভিযোগ করেন। ২০ দিন ধরে বিদ্যুত না থাকায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছেন। এ বিষয়ে পল্লী বিদ্যুত জোনাল অফিসের ডিজিএম জানান, সংযোগ দেয়ার কাজ চলছে।
×