ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সার্কভুক্ত দেশের যোগাযোগ বৃদ্ধিতে পাঁচ দফা দাবি

প্রকাশিত: ০৪:০৭, ৭ জুন ২০১৬

সার্কভুক্ত দেশের যোগাযোগ বৃদ্ধিতে পাঁচ দফা দাবি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ঘোষিত জাতীয় বাজেটে নেপাল ও ভুটাানের সঙ্গে সংযোগে সড়কপথ ও রেলপথের উন্নয়ন দাবি জানিয়েছে সার্ক পিপলস লিংস ফোরাম বিডি (বাংলাদেশ) নেতৃবৃন্দ। সোমবার সকালে রাজশাহী নগরীতে সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সম্মেলনে পাঁচ দফা দাবিও ঘোষণা করা হয়। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সার্ক পিপলস লিংস ফোরাম বিডির সাধারণ সম্পাদক কল্পনা রায়। এ সময় ফোরামের সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে বলা হয়, সার্ক পিপলস লিংস ফোরাম বিডি দীর্ঘদিন ধরে সার্কভুক্ত দেশসমূহের মধ্যে সাধারণ মানুষ পর্যায়ে নিবিড় যোগাযোগ বৃদ্ধির কাজ করে যাচ্ছে। এজন্য বাংলাদেশ ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যোগাযোগ সহজ ও দ্রুত করতে সড়কপথের উন্নয়ন দরকার। তাদের ঘোষিত পাঁচ দফার মধ্যে অন্যতম দাবি হলো ঢাকা-বুড়িমারী দ্রুত ট্রেন যোগাযোগ। এছাড়া রাজশাহী-পার্বতীপুর (ব্রডগেজ) ও পার্বতীপুর-বুড়িমারী (মিটারগেজ) সংযোগকারী দ্রুতগতির ট্রেন সার্ভিস চালু করতে হবে। এছাড়া রংপুর-লালমনিরহাট-বুড়িমারী চার লেন সড়কে উন্নীতকরণ এবং নাটোর-বগুড়া সড়ক চার লেনে রূপান্তর। এসব দাবি বাস্তবায়নে ঘোষিত বাজেটে অর্থ বরাদ্দেরও দাবি জানানো হয়। ডোমার থানার এসআইকে অপসারণের দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডোমার উপজেলার আওয়ামী যুবলীগ ও শ্রমিক নেতা রাসেল আহমেদকে অন্যায়ভাবে নির্যাতনের প্রতিবাদে ডোমার থানার এসআই আশরাফুল ইসলামের বিচার ও অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন। সোমবার বেলা ১১টায় ডোমার বাজার রেলঘুণ্টি মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করে তারা। কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশগহণ করে উপজেলা যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি বজলার রহমান বকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেনÑ দোকান মালিক সমিতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম রিমুন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিল্টন আহমেদ, মিজানুর রহমান টুলু, মেহেদী হাসান মুক্তি, মাসুম ইসলাম প্রমুখ। শপথ নেয়ার আগে ইউপি সদস্যের মৃত্যু স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়ে শপথ নেয়ার আগে মারা গেলেন ফুলবাড়ী উপজেলার এক ইউপি সদস্য। রবিবার রাতে ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ঠাকুরপাট এলাকার নবনির্বাচিত ইউপি সদস্য ছফর আলী হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথমে ফুলবাড়ী ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসা চলাকালে ওই রাতে মারা যান। তিনি গত ৭ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো বিজয়ী হন। বাংলাদেশ ভার্সিটিতে সেমিনার নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগের (ইইই) ফেস্ট-ইউনিভার্সিটি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ইউনিভার্সিটি অডিটরিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিল প্রজেক্ট শো প্রতিযোগিতা, একাডেমিক সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় পর্বে বিকেলে ইউনিভার্সিটি মিলনায়তনে “সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশে কিভাবে গবেষণা কর্ম সম্ভব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আতিকুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিইউ’র কোষাধ্যক্ষ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ার এবং টেকনোলজি অনুষদের ডিন এবং বিইউ’র ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ইমামউদ্দিন। -বিজ্ঞপ্তি
×