ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহীর ব্যবসায়ী

রমজানে দ্রব্যমূল্য স্থিতি রাখার আশ্বাস

প্রকাশিত: ০৪:০৭, ৭ জুন ২০১৬

রমজানে দ্রব্যমূল্য স্থিতি রাখার আশ্বাস

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রোজার মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আশ্বাস দিয়েছেন রাজশাহীর ব্যবসায়ীরা। রবিবার সন্ধ্যায় রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে আয়োজিত প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এ আশ্বাস দেন। ব্যবসায়ীরা বলেন, যদি দ্রব্যের ঘাটতি না হয় এবং পথে পথে চাঁদাবাজি না হয় তাহলে রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পথে পথে চাঁদাবাজি বন্ধ করতে হবে। মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি যেন না করা হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। রমজান ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা ও ব্যবাসয়ীদের নিরাপত্তার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করে রাজশাহী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এতে সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি মনিরুজ্জামান মণি। সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোঃ শামসুদ্দিন। তিনি বলেন, রমজান ও ঈদ উপলক্ষে নগরীতে অতিরিক্ত পুলিশের ব্যবস্থা করা হয়েছে। অপরাধীদের ধরিয়ে দিতে তিনি সবার সহযোগিতা কামনা করে বলেন, নগরীর বিভিন্ন জায়গায় পুলিশের নম্বর দেয়া হয়েছে। ওই নম্বরে ফোন দিয়ে পুলিশকে অবহিত করতে বলেন তিনি। ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পুলিশের প্রয়োজন হলে নিরাপত্তা বিধানে পুলিশ দেয়া হবে বলে ব্যবসায়ীদের আশ্বাস দেন। এছাড়া ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের অনুরোধ জানান। আইনশৃঙ্খলা ঠিক রাখতে সবার সহযোগিতা কমনা করেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক ফজলে রাব্বি, রাজশাহী রেশম মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, চেম্বার পরিচালক ড. ফয়সাল কবির চৌধুরী, মাসুদুর রহমান রিংকু, এসএম এহেসান, শেখ রেজাউর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। ড্যাফোডিল ভার্সিটিতে সেমিনার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের দশম বছর পূর্তি ‘দশে ১০’ অনুষ্ঠান উদযাপিত হয় ৪ জুন। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল “বাংলাদেশে গণমাধ্যমের বিকাশ ও সংবাদ সজ্ঞানতা” শীর্ষক সেমিনার, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশ^বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ গোলাম রহমান, প্রধান তথ্য কমিশনার, তথ্য কমিশন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্যানেল আলোচক ছিলেন প্রফেসর মফিজুর রহমান, চেয়ারম্যান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়, প্রফেসর হেলেনা ফেরদৌসী, চেয়ারপারসন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ^বিদ্যালয়, রুবায়েত ফেরদৌস, সহযোগী অধ্যাপক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয় ও ড. জাকির হোসেন রাজু, অধ্যাপক, মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন বিভাগ, আইইউবি এবং এম আর ডি আই এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান। -বিজ্ঞপ্তি
×