ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফকিরহাটে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:০৬, ৭ জুন ২০১৬

ফকিরহাটে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ফকিরহাটে হাফিজুর সর্দার (২৫) নামে যুবগীগকর্মীকে পিটিয়ে-কুপিয়ে হত্যা করা হয়েছে। হামলাকারীরা ছাত্রলীগকর্মী ইমরান খানের হাত ও পায়ের রগ কেটে এবং তার পিতা খলিলুর রহমান খানের পা ভেঙ্গে দিয়েছে। এ সময় ৬টি বাড়ি ভাংচুর ও মালামাল লুট করা হয়। আহতদের গুরুতর অবস্থায় ফকিরহাট হাসপাতাল থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা-ব্রহ্মডাঙ্গা গ্রামে আ’লীগের দলীয় প্রতিপক্ষ এ হামলা চালায়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ইউপি নির্বাচনের পর থেকে এ এলাকায় অব্যাহত সন্ত্রাসে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। তারা টুশব্দ করার সাহস পাচ্ছে না। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে নলধা-মৌভোগ ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আলতাফ হোসেনকে একই এলাকার আবুল হোসেন গ্রুপের লোকজন কুপিয়ে জখম করে। এ ঘটনার জের ধরে আলতাফ হোসেনের লোকজন আবুল হোসেনের সমর্থকদের বাড়িতে হামলা চালায়। ২০-৩০ জনের সশস্ত্র হামলাকারীরা আড়ুয়াডাঙ্গা গ্রামের জালাল হোসেন ও তার ভাই কালাম হোসেন একই গ্রামের খলিল হোসেন ও আবুল হোসেন এবং তার অপর তিন ভাইয়ের বাড়িসহ মোট সাতটি বাড়ি ভাংচুর-তচনছ করে মালামাল লুটে নেয়। তারা আড়ুয়াডাঙ্গা গ্রামের আতিয়ার সর্দারের ছেলে হাফিজুর রহমান, একই গ্রামের খলিল খান ও তার ছেলে ফকিরহাট কাজী আজহার আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান খানকে ব্রহ্মডাঙ্গা এলাকায় ফেলে পিটিয়ে-কুপিয়ে জখম করে এবং রগ কেটে দেয়। ঘটনাস্থলেই হাফিজুর নিহত হন। বড়বাজার-জোড়াগেট সংযোগ সড়ক উদ্বোধন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের (সিআরডিপি) আওতায় নগরীর ৪, ৫ ও ৬নং ঘাট এলাকায় নির্মিত খুলনা বড়বাজার হতে জোড়াগেট পর্যন্ত সংযোগ সড়কটি সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের (কেএফডব্লিউ) অর্থায়নে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হয়। এলজিইডি গৃহীত এ প্রকল্পটি খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়েছে। সড়ক ছাড়াও সড়কসংলগ্ন নদীর তীরে ওয়াক ওয়ে তৈরি করা হয়েছে। কেসিসির ২১নং ওয়ার্ডের কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দাতা সংস্থা জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা কমিটির সদস্য রোল্যান্ড সিলার ও সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাস।
×