ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোদিকে হোয়াইট হাউসে স্বাগত জানাবেন ওবামা

প্রকাশিত: ০৩:৫৮, ৭ জুন ২০১৬

মোদিকে হোয়াইট হাউসে স্বাগত জানাবেন ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চলতি সপ্তাহে হোয়াইট হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাবেন। ওবামা ২০০৯ সালে যখন ক্ষমতায় এসেছিলেন তখন মোদির যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ছিল। ভারতে মুসলিমবিরোধী দাঙ্গায় ভূমিকার জন্য যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর মোদির ওপর থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এরপর থেকে তিনি চারবার যুক্তরাষ্ট্রে সফর করেছেন। দুবার গেছেন ওয়াশিংটনে। আর ওবামা দুইবার ভারত সফর করেছেন। মোদি আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। সফরের আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন। মোদি এমন একজন বিশ্বনেতা যার সঙ্গে ওবামার ঘনিষ্ঠ ও ফলপ্রসূ কার্যকরী সম্পর্ক আছে। তিনি মঙ্গলবার ওবামার সঙ্গে ওয়ার্কিং লাঞ্চ করবেন। এরপর মোদি মার্কিন ব্যবসায়ী নেতৃবৃন্দ ও ভারত-আমেরিকা সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন। বুধবার তিনি পঞ্চম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন কংগ্রেসের এক যৌথ অধিবেশনে ভাষণ দেবেন। -এনডিটিভি দক্ষিণ আফ্রিকায়ও ব্যালে নৃত্য দক্ষিণ আফ্রিকার টাউনশিপেও পৌঁছে গেছে ব্যালে নৃত্য। সেখানকার শিক্ষকদের শাস্ত্রীয় কিউবান স্টাইলের ব্যালেতে প্রশিক্ষণ এবং দক্ষ করা হচ্ছে যাতে করে তারা তরুণ ব্যালে পারফরমার গড়ে তুলতে পারে। তিন বছরের মধ্যে কমপক্ষে এক হাজার শিক্ষক তৈরি করাই এই প্রয়াসের লক্ষ্য। - বিবিসি জুকাররবার্গের টুইটার, ইন্সটাগ্রাম হ্যাকড! ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গে টুইটার, ইন্সটাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন এ্যাকাউন্ট হ্যাক হওয়ায় রবিবার কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়। আওয়ারমাইন নামে একটি হ্যাকার গ্রুপ এই দায় স্বীকার করে জুকারবার্গকে বলেছে, আমরা আপনার টুইটার, ইন্সটাগ্রাম, পিন্টারেস্ট হ্যাক করেছি এবং আমরা নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করে দেখলাম। আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন।- বিবিসি
×