ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংসদ নির্বাচনে আর অংশ নেবেন না মুহিত

প্রকাশিত: ০৮:৪১, ৬ জুন ২০১৬

সংসদ নির্বাচনে আর অংশ নেবেন না মুহিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আর অংশ নেবেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। চলতি দশম সংসদই তার রাজনৈতিক জীবনের শেষ সময় বলে জানিয়েছেন তিনি। তার আসনে তার ছোটভাই মোমেন নির্বাচন করতে পারেন এমন সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, সে (মোমেন) নিজের একটা গ্রাউন্ড তৈরির চেষ্টা করছে। তবে শুধু এটা হলেই তো হবে না, তার নিজের যোগ্যতা ও পার্টির অবস্থা সবকিছুই বিবেচনা করতে হবে। রবিবার বিকেলে সচিবালয়ে সিলেট বিভাগের প্রকল্পগুলো নিয়ে প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নিজ এলাকার প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত ওই বৈঠক শেষে প্রকল্প বাস্তবায়নে চলতি ২০১৫-১৬ অর্থবছর সুবিধার ছিল না বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, সবাই জানেন, প্রকল্প বাস্তবায়নে ‘দিস ইয়ার ইজ নট গুড’। কর্মকর্তাদের রিলাক্স মুডই এর কারণ। তিনি বলেন, এ বছর যেন সে রকম কিছু না হয় সেজন্য আগামী ১ জুলাই থেকেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় এজন্য যৌথ মনিটরিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমেদ কামরানসহ বিভাগীয় পর্যায় ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সচিবালয়ে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, সরকারের বর্তমান মেয়াদের শেষ বাজেট ২০১৯ সালে ঘোষণা করেই অবসরে যেতে চান তিনি। ওই দিন মুহিত জানিয়েছিলেন, তার শেষ বাজেটের সীমা হবে ৫ লাখ কোটি টাকার।
×