ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্রুনাইয়ে আরও কর্মী নিতে রাষ্ট্রপতির আহ্বান

প্রকাশিত: ০৮:১৪, ৬ জুন ২০১৬

ব্রুনাইয়ে আরও কর্মী নিতে রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে রবিবার বঙ্গভবনে বাংলাদেশে ব্রুনাইয়ের হাইকমিশনার পিনগিরান হাজী আবদুল হারিস বিন পিনগিরান হাজী শাহবুদ্দিন বিদায়ী সাক্ষাত করেছেন। বৈঠককালে রাষ্ট্রপতি হাইকমিশনারকে বলেন, বাংলাদেশ ভ্রাতৃপ্রতিম ব্রুনাইয়ের সঙ্গে সর্ম্পককে শক্তিশালী করার ওপর গুরুত্ব দেয়। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি হামিদ বলেন, দু’দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। খবর বাসসর। রাষ্ট্রপতি বলেন, ব্রুনাই বাংলাদেশ থেকে তৈরি পোশাক পণ্য, ওষুধ, চামড়া ও পাটজাত পণ্য আমদানি করতে পারে। বাংলাদেশ থেকে চাল ও চিনি আমদানির প্রসঙ্গে ব্রুনাইয়ের সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, এতে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে সহায়তা করবে। বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিয়োগের জন্য পদক্ষেপ নিতে রাষ্ট্রপতি হাইকমিশনারের প্রতি আহ্বান জানান। বর্তমানে ১৫ হাজারের বেশি বাংলাদেশী ব্রুনাইয়ে কাজ করছেন। শ্রীলঙ্কার স্পীকারের সৌজন্য সাক্ষাত ॥ শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পীকার কারু জয়াসুরিয়া এমপি রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। রাষ্ট্রপতি বঙ্গভবনে শ্রীলঙ্কার স্পীকারকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। তিনি দু’দেশের জনগণ ও সংসদের মধ্যে সম্পর্ক বাড়াতে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন এ কথা জানান।
×