ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিজিবির ৯৭ নারী সদস্যের যাত্রা শুরু

প্রকাশিত: ০৮:১২, ৬ জুন ২০১৬

বিজিবির ৯৭ নারী সদস্যের যাত্রা শুরু

বিডিনিউজ ॥ সেনা, নৌ, বিমানবাহিনী ও পুলিশের পর এবার সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নারী সৈনিকের যাত্রা শুরু হলো। বিজিবির ৮৮তম ব্যাচে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯৭ জন রবিবার সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এ্যান্ড স্কুল মাঠে সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিজিবিতে যোগ দেয়া নারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপনারাই বিজিবিতে প্রথম মহিলা সৈনিক হিসেবে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছেন। মনে রাখবেন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে মহিয়সী নারীদের অংশগ্রহণ, অবদান ও আত্মত্যাগ অবিস্মরণীয়।’ নারীরা এখন বিভিন্ন অঙ্গনে যথাযথ যোগ্যতা ও কর্মদক্ষতার পরিচয় দিয়ে চলেছে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকারের যুগান্তকারী উদ্যোগ ও দিক-নির্দেশনায় কর্মক্ষেত্রে নানা পেশায় পুরুষের পাশাপাশি নারীর অংশগ্রহণ ও সমঅধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করার লক্ষ্যে বিজিবিতে প্রথম মহিলা সৈনিক ভর্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বিজিবির এই ব্যাচে ৯৭ জন নারীসহ মোট ১১৪৪ জন নবীন সৈনিক প্রশিক্ষণ নেন। ছয় মাসের এই প্রশিক্ষণে সব বিষয়ে প্রথম হয়েছেন সিপাহী (জিডি) মোঃ ফজলুল করিম মিজান, আর নারী সৈনিকদের মধ্যে প্রথম হয়েছেন জাহানারা আক্তার। বগুড়ার আযিযুল হক কলেজে স্নাতক তৃতীয় বর্ষে পড়ার সময়ই প্রশিক্ষণে যোগ দেয়া জাহানারা প্রশিক্ষণে নারী-পুরুষ সবাইকে পেছনে ফেলে হয়েছেন ১৫টি বিভাগ মিলিয়ে ‘সবার সেরা’।
×