ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

উত্তর মেরু থেকে উধাও বরফ!

প্রকাশিত: ০৭:৩৫, ৬ জুন ২০১৬

উত্তর মেরু থেকে উধাও বরফ!

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্নো এ্যান্ড আইস ডাটা সেন্টার জানিয়েছে, এই বছরের মধ্যেই উত্তর মেরুর সাগর থেকে বরফ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। উপগ্রহ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ কথা জানা গেছে। বলা হয়েছে, গত ৩০ বছর ধরে মেরু সাগরের ১ দশমিক ৭ কোটি বর্গকিলোমিটার জায়গাজুড়ে বরফ জমে ছিল। কিন্তু ১ জুন থেকে সেই বরফ ১ দশমিক ১১ হয়েছে। পার্থক্য ১৫ লাখ বর্গকিলোমিটারের বেশি। যা পুরো ইংল্যান্ডের আয়তনের সমান। মেরু প্রদেশের বরফ নিশ্চিহ্ন হয়ে যাবে বলে চার বছর আগেই হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পোলার ওশিয়ান ফিজিক্স গ্রুপের অধ্যাপক পিটার ওয়াঢ্যামস। তিনি জানান, এ বছর সেপ্টেম্বরের মধ্যেই মেরু প্রদেশের ১০ লাখ বর্গকিলোমিটার এলাকা নিশ্চিহ্ন হয়ে যাবে। ধীরে ধীরে মানচিত্র থেকেও মুছে যাবে মেরু প্রদেশ। মার্কিন সংস্থার রিপোর্ট পাওয়ার পর তিনি বলেন, পুরোপুরি মুছে না গেলেও, মাত্র ৩৪ লাখ বর্গকিলোমিটারই বেঁচে থাকবে। যেটুকু বরফ বাঁচবে তা কানাডার পার্শ্ববর্তী দ্বীপগুলিতে আটকে যাবে। প্রায় ১০০ থেকে ১২০ হাজার বছর আগেই সম্পূর্ণভাবে বরফমুক্ত ছিল উত্তর মেরু। কিন্তু বিশ্ব উষ্ণায়ণের জেরে ফের সেই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। মেরু প্রদেশ বাঁচাতে এখন থেকে সতর্ক হওয়া উচিত বলে মনে করলেও, এবছরের মধ্যেই তা নিশ্চিহ্ন হয়ে যাবে না বলে মনে করেন নিউ জার্সির অধ্যাপক জেনিফার ফ্রান্সিস। তার মতে, ২০৩০ থেকে ২০৫০ সালের আগে মেরু প্রদেশ বরফ মুক্ত হওয়ার সম্ভাবনা নেই। -ওয়েবসাইট
×