ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্টের বাজেট নিয়ে কোন সমস্যা নেই ॥ সিনহা

প্রকাশিত: ০৭:৩৩, ৬ জুন ২০১৬

সুপ্রীমকোর্টের বাজেট নিয়ে কোন সমস্যা নেই ॥ সিনহা

স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা বলেছেন, বাজেট নিয়ে সুপ্রীমকোর্টের কোন ধরনের সমস্যা নেই। যখন যা চাই তা পাই। তবে নিম্ন আদালতে সমস্যা আছে। তিনি আরও বলেন, নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ক খুবই ভাল। রবিবার বিকেল তিনটার দিকে সুপ্রীমকোর্টের মাজার মসজিদের পাশ থেকে তিন নেতার মাজার পর্যন্ত সংযোগ সড়ক (ন্যায় সরণি) উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সুপ্রীমকোর্টের বাজেট নিয়ে কোন সমস্যা না থাকলেও নিম্ন আদালতে আছে বলে স্বীকার করেছেন প্রধান বিচারপতি। সুপ্রীমকোর্টের বাজেট নিয়ে প্রশ্ন করা হলে প্রধান বিচারপতি বলেন, ‘সুপ্রীমকোর্টের বাজেট নিয়ে কোন সমস্যা নেই। যখন যা চাই তা পাই। তবে নিম্ন আদালতে সমস্যা আছে।’ রাষ্ট্রের নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের সুসম্পর্ক আছে বলেও উল্লেখ করেন প্রধান বিচারপতি। এ সময় নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ক কেমন জানতে চাইলে বলেন, ‘খুব ভাল, খুব ভাল ও খুব ভাল।’ সড়ক ভবন এবং শিশু একাডেমিকে সুপ্রীমকোর্টের বলে রায় দিয়েছে উচ্চ আদালত। এর মধ্যে সড়ক ভবন সুপ্রীমকোর্টকে বুঝিয়ে দিলেও শিশু একাডেমি বুঝিয়ে দেয়া হয়নি। শিশু একাডেমি ভবন কখন উদ্ধার করা হবে জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, ‘আইন মোতাবেক সব হবে। বাড়াবাড়ি করছি না।’ নতুন সড়ক নিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘এ সড়কটি বিচারপ্রার্থী জনগণ এবং আইনজীবীদের জন্য। বিচারকদের জন্য নয়। আমরা সুপ্রীমকোর্টে আইনজীবী, বিচারক সবাই সুন্দরভাবে সুসম্পর্ক রেখে কাজ করছি।’ সড়ক উদ্বোধনকালে উপস্থিত ছিলেনÑ আপীল বিভাগের বিচারপতি নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন, সহ-সভাপতি ফাহিমা নাসরীন মুন্নী, বার কাউন্সিলের অর্থ কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট শ ম রেজাউল করিম, সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ প্রমুখ।
×