ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হংকংয়ে মোর্শেদ খান পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

প্রকাশিত: ০৭:৩৩, ৬ জুন ২০১৬

হংকংয়ে মোর্শেদ খান পরিবারের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ অর্থপাচার মামলায় বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান এবং তার স্ত্রী ও ছেলের নামে হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হিসাব জব্দের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক মামলায় ওই তিনজনকে অব্যাহতির সুপারিশ করে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন নিম্ন আদালতের গ্রহণের বিরুদ্ধে দুদকের আবেদনে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ রবিবার রুলসহ এ আদেশ দেয়। চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের আদেশ কেন বাতিল ঘোষণা করা হবে না এবং কেন এ মামলায় পুনরায় তদন্তের নির্দেশ দেয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে আদালতের রুলে। মোর্শেদ খান, তার স্ত্রী ও ছেলে এবং রাষ্ট্রপক্ষকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছে হাইকোর্ট। আগামী ১৫ জুন বিষয়টি আবার আদেশের জন্য আদালতে আসবে। আদেশের পর দুদক আইনজীবী খুরশীদ আলম জনকণ্ঠকে বলেন, ‘হংকংয়ে থাকা তিনজনের হিসাবগুলো দশ দিন জব্দ থাকবে। আমার জানা মতে, এটি বাংলাদেশের হাইকোর্টের প্রথম কোন রায়, যেখানে বিদেশী কোন হিসাব জব্দের আদেশ হলো। ‘আদালত জানতে চেয়েছিল বিদেশী কোন ব্যাংক হিসাব ফ্রিজ রাখতে বলা যায় কি না? আমি দেখিয়েছি, ২০১২ সালের ওই আইনের ১৪ ধারার উপধারা অনুসারে দেশে বা বিদেশে মানি লন্ডারিং সংক্রান্ত যে কোন সম্পত্তি আদালত মনে করলে জব্দ করার আদেশ দিতে পারে।
×