ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২০১৯ সাল পর্যন্ত কোচ থাকছেন হাতুরাসিংহে

মুস্তাফিজ এখন ক্লান্ত ॥ পাপন

প্রকাশিত: ০৬:২২, ৬ জুন ২০১৬

মুস্তাফিজ এখন ক্লান্ত ॥ পাপন

স্পোর্টস রিপোর্টার ॥ সাসেক্সে না মোহামেডানে খেলবেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এ নিয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হবেই বা কিভাবে, মুস্তাফিজ যে এখনও পুরোপুরি ফিটই নন। তা জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, ‘মুস্তাফিজের ফিজিক্যার কন্ডিশন ভাল না।’ শুধু মুস্তাফিজ ইস্যুই নয়, ক্রিকেট নিয়ে সব ধরনের চলমান ইস্যু নিয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পাপন। তার সারসংক্ষেপ তুলে ধরা হলো। হাতুরাসিংহে ॥ হাতুরাসিংহের চুক্তির ব্যাপারে আলাপ-আলোচনা হলো। আমি আগেই জানিয়েছি, আমরা তাকে রাখতে চাচ্ছি (২০১৯ সাল পর্যন্ত) এবং সেও থাকতে চাচ্ছে। ব্যাপারটা সব সময় এ রকমই ছিল। বোলিং কোচ ॥ আমরা আকিব জাভেদের সঙ্গে যোগাযোগ করেছি। আমাদের সিইও নিজাম উদ্দিন চৌধুরী আমাকে জানালেন, সোমবারের মধ্যে আমরা আশা করি হ্যাঁ বা না একটা কিছু পেয়ে যাব। এর সঙ্গে সঙ্গে বিকল্প আর কার কার সঙ্গে যোগাযোগ করা যায় সেই ব্যাপারে কথাবার্তা বলেছি। স্পিন কোচ ॥ স্পিন কোচ নিয়েও আমরা কথা বলেছি, কার কার সঙ্গে কথা বলা যায়। নির্বাচক প্যানেল ॥ সিলেকশন প্যানেল নিয়েও আলোচনা হয়েছে। এর আগে আপনাদের যেমন জানিয়েছিলাম, প্রায় সেরকমই আছে। নতুন কিছু আইডিয়াও এসেছে। প্রধান নির্বাচকের ব্যাপারে রবিবার সিদ্ধান্ত হয়েছে। প্রধান নির্বাচক থাকবে। সিলেকশন প্রক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একদম আগের মতো না, জিনিসটা একই। কিন্তু একটু ভিন্নও। এখন সিলেকশন প্যানেল থাকছে একটা। এই সিলেকশন প্যানেলে থাকবেন তিন জন নির্বাচক। তাদের একজন প্রধান নির্বাচক থাকবেন। তারা গিয়ে নির্বাচন করবেন কারা আসবে। আরেকটা থাকবে, যেটাকে আমরা নাম দিয়েছি সিলেকশন কমিটি। সিলেকশন কমিটি যে গিয়ে গিয়ে নির্বাচন করবে তা না। সিলেকশন কমিটিতে আপনাদের আগেই যাদের কথা বলেছিলাম তারাই থাকছে। তিন নির্বাচক থাকবে, সঙ্গে প্রধান কোচ থাকবে এবং টিম ম্যানেজার থাকবে। প্রধান কোচ কোন সিরিজের আগেই একটা রিপোর্ট দেবেন। কৌশলগত কারণে তার কোন ধরনের খেলোয়াড় দরকার সেটা জানাবেন। কোন দলের বিপক্ষে বেশি পেসার দরকার, সেটা বলতে পারেন। আবার কোন দলের বিপক্ষে বেশি স্পিনার চাইতে পারেন। কোন সময় ডানহাতি স্পিনার, কোন সময় বাঁহাতি স্পিনার, কোন সময় ব্যাটসম্যান বেশি চাইতে পারেন। কোন দলের বিপক্ষে কোন কন্ডিশনে খেলছি সেই কৌশলগত ধারণা প্রধান কোচ দেবে। ম্যানেজারের দায়িত্ব হচ্ছে, অধিনায়ক, সহ-অধিনায়ক যারা আছে তাদের মতামত, ওদের চিন্তাধারা উপস্থাপন করা। ওই অনুযায়ী তারা তাদের নির্বাচনের কাজ শুরু করবেন। এবং চূড়ান্ত করার আগে আবার তারা বসবে। ওখানে সকলে মিলে স্বাক্ষর করে আমার কাছে পাঠাবে। এখানে দ্বিমত থাকার কোন সুযোগ নেই। এই নির্বাচক কমিটির কনভেনর হিসেবে থাকবেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। নির্বাচক কমিটিতে সদস্য হবেন ছয় জন। মুস্তাফিজ ॥ কোচ মনে করেন, ও কাউন্টি ক্রিকেটে খেললে আমাদের জন্য ভাল। সামনে আমাদের ইংল্যান্ডে খেলা আছে। মুস্তাফিজ যে অভিজ্ঞতা অর্জন করবে সেটা আমাদের কাজে আসবে। তবে ওর ফিটনেসটাই সবার আগে। এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট পেয়েছি, তাতে ওর ফিজিক্যাল কন্ডিশন অত ভাল না। আমরা খুব একটা ঝুঁকি নেব না। যদি দেখি ও ফিট আছে, তাহলে খেলতে যেতে পারবে। এখন আপাতত বিশ্রামে আছে। চার-পাঁচ দিন পর ঢাকায় আসবে। আবার ইভাল্যুয়েশন হবে, ওকে একটা প্রোগ্রাম দেয়া হবে। পরবর্তী ইভাল্যুয়েশনের আগে সঠিক করে বলা কঠিন হবে। ভারত সফর ॥ ভারত সফর নিয়ে ওদের সঙ্গে যখনই কথা হচ্ছে, ওরা নিশ্চিত করছে ওদের সঙ্গে খেলা হবে। তবে ওরা এখন পর্যন্ত নিশ্চিত করে আমাদের কোন তারিখ দিচ্ছে না। দেয়নি এখন পর্যন্ত। এখন পর্যন্ত তো সব কথা হয়েছে মুখে-মুখে, গতকালই (শনিবার) আমাদের সিইও ওদের একটা চিঠি দিয়েছেন। আনুষ্ঠানিকভাবে তিনি জানতে চেয়েছেন, ওদের সঙ্গে আমাদের খেলাটা কবে। আমার ধারণা আমরা দুয়েক দিনের মধ্যে এটা পেয়ে যাব। জানুয়ারিতে সিরিজ নিয়ে কথা হয়েছে। ওই সময় শুধু একটা টেস্ট না আরও অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছিল। তবে আমরা জানতে চেয়েছি, আমাদের যে টেস্ট খেলতে যাওয়ার কথা হয়েছিল, সেটার কী হলো।
×