ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রিমিয়ার হকি লীগ

ঊষা-ওয়ান্ডারার্সের সহজ জয়

প্রকাশিত: ০৬:২১, ৬ জুন ২০১৬

ঊষা-ওয়ান্ডারার্সের সহজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ গ্রীন ডেল্টা প্রিমিয়ার ডিভিশন হকি লীগে রবিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজ নিজ খেলায় সহজ জয় তুলে নিয়েছে ঊষা ক্রীড়াচক্র ও ঢাকা ওয়ান্ডারার্স। দিনের প্রথম ম্যাচে ঊষা ৬-১ গোলে উড়িয়ে দেয় দুর্বল প্রতিপক্ষ আজাদ স্পোর্টিং ক্লাবকে (এসসি)। হাসান জুবাইর নিলয় ৩টি ও পুষ্কর খিসা মিমো দুটি গোল করেন। একই মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ওয়ান্ডারার্স ৫-০ গোলে বিধ্বস্ত করে রেলওয়ে স্পোর্টিং ক্লাবকে (এসসি)। খেলা শুরুর পর আজাদ তেমন প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি শক্তিশালী ঊষার বিরুদ্ধে। ৬ মিনিটের সময়ই গোল খেয়ে পিছিয়ে পড়ে আজাদ এসসি। ৯ নম্বর জার্সিধারী হাসান জুবাইর নিলয় ফিল্ড গোল করেন (১-০)। এর মাত্র ৪ মিনিট পরই পুষ্কর খিসা মিমো দ্বিতীয় গোল করেন (২-০)। কিন্তু দারুণ একটি সুযোগ পায় এরপর আজাদ। ১৬ মিনিটের সময় সেই সুযোগ কাজে লাগিয়ে মোঃ তাহমিদ হক গোল করে ব্যবধান কমান (২-১)। এরপর নিজেদের কিছুটা ফিরে পায় আজাদ এসসি। দীর্ঘক্ষণ ঊষার আক্রমণ ঠেকিয়ে রাখে তারা। কিন্তু ২৮ ও ৩৩ মিনিটের সময় আরও দুটি গোল করেন জুবাইর। ফলে ৪-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ঊষা। দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও দুটি গোল পায় ঊষা। ৩৯ মিনিটের সময় একটি (৫-১) এবং ৪০ মিনিটের সময় পুষ্কর নিজের দ্বিতীয় গোলটি করেন (৬-১)। এরপর অবশ্য আজাদ বেশ ভাল প্রতিরোধ গড়েছে। আর কোন গোল হজম করতে হয়নি তাদের। ঊষা ৪টি এবং আজাদ দুটি পেনাল্টি কর্ণার পেলেও সেখান থেকে গোল আদায় করতে পারেনি। শেষ পর্যন্ত ৬-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ঊষা। দিনের অপর ম্যাচে ওয়ান্ডারার্সের কাছে সহজেই আত্মসমর্পণ করেছে রেলওয়ে। প্রথমার্ধে আল নাহিয়ান শুভ (৪ মিনিট) ও খলিলুর রহমানের (২৪ মিনিট) গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থাকে ওয়ান্ডারার্স। দ্বিতীয়ার্ধের ৫২, ৫৬ ও ৬৪ মিনিটের সময় আরও তিনটি গোল করেন বিশাল, মোঃ রকিবুল হাসান ও জগজিৎ সিং। ৫-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়ান্ডারার্স।
×